বন্ধু দিবস প্রতিদিন
-জাকিয়া রহমান
আমার কাছে তো বন্ধু দিবস প্রতিদিন,
কেন শুধু বেছে নিতে হবে একটি দিন?
কেউ কি আমাকে বলতে পারে?
খাঁটি বন্ধু পাওয়া বড়ই কঠিন কথা,
বন্ধু হওয়াও বড়ই কঠিন কথা।
সবাই তো লাভ ক্ষতির ধার ধারে!
জীবনটা যেন এক হার জিতের দাঁড়িপাল্লা,
স্বাবলম্বিতা আনে ধন দৌলতের হল্লা।
কোন পদে আসীন কে বিত্তশালী?
সেটাই মুখ্য, হারিয়ে বন্ধুত্ব ভরসা।
অল্প বয়সে বন্ধু গাঁথার রয় না দিশা।
যখন মনে থাকে না কালি!
তখন দুনিয়া অচেনা, নেই দায়িত্ব-
চিন্তাহীন মন স্বার্থে হয় না নিয়ন্ত্রিত।
মন আঙ্গিনায় কত ছিল বন্ধু!
এখনো আনাগোনা আবছায়া সে স্মৃতি-
ধোঁয়াশা জীবনে সঙ্কুচিত পরিমিতি।
যেন পাথুরে অস্তিত্বতের সিন্ধু!
আজ ব্যস্ততার আড়ালে সবাই হই বন্দি-
নিজ গন্ডি সম্প্রসারণ হলে ভাবি ফন্দি।
এমনিতও আজ ধরার রীতি!
তাই নিবেদন বন্ধু দিবস হোক না প্রতিদিন-
এই অঙ্গনে সবাই বন্ধু হই মিলিত নিত্যদিন।
একসাথে গাই বন্ধুত্ব-গীতি!