জানালার বাইরে-
আমার বাগানের সবুজ ছন্দ লহরী,
পাখির পিউ কথা, তিতলির রঙ বাহারি-
আধীর ডানার উড়ন্ত ভালবাসায়।
ছোট চারাগাছগুলি এখন আমাকে ডিঙ্গিয়ে,
ধেঁয়েছে নীলাকাশ ছোঁয়ার বাসনায়।
শুধু ওরা নেই! নেই হাসি প্রানবন্ত!
কোন আবলতাবল বোল আর হয়না উচ্চারিত।
মনে হয়,
যেন সময়টা আটকে গেছে জানালার বাইরে-
যখনই তাকাই চোখ তুলে দীর্ঘশ্বাস নিংড়ে
মনে হয় যেন জানালার বাইরে আছে কোলাহল,
খোকা খুকির সে আনন্দ হাসি এখনো প্রাঞ্জল।
বারে বারে শুধু দৃষ্টি ছুঁড়ে ধাই,
নির্জন ঘরের জানালার বাইরে তাই-
শুনতে পারি যেন সে সব কথোপকথন।
আমার সময়টা ছিল যুবক যখন!
আজ আমি একা নির্জন ঘরে,
খেলনা পিয়ানোর বাজনা শুনতে চাই দিনমান।
খোলা জানালার বাইরে আমার স্মৃতির পাতায় বিদ্যমান,
ভেসে ওঠে আবার সব কিছু যেন, স্মৃতি ভরা আঁচলায়।
নীরবতো নয়, কোলাহল আর খিলখিল হাসি এখনো উছলায়।
রয়েছে এখনো জীবন্ত আমার শূন্য ঘরে,
জীবন ধেঁয়ে চলে সময় নামক যুবকের করে-
যদিও আমার শূন্য ঘরের জানালার বাইরে অতীতের লব্ধ!
সে হাসি তামাশা খুনটুসি কিছুতো হয়নি নিস্তব্ধ!