২৫শে জানুয়ারী থেকে বহুল প্রত্যাশিত জ্যামাইকা-গ্র্যান্ড সেন্ট্রাল ম্যাডিসন টার্মিনালের সাথে সংযোগকারী প্রথম লং আইল্যান্ড রেলপথ যাত্রীবাহী ট্রেনগুলি পরিষেবা শুরু করে৷ ম্যানহাটনের মিড টাউন ও ইস্ট সাইডে যাবার জন্য এ দাবী ছিল দীর্ঘদিনের।জ্যামাইকার বাসিন্দারা এখন থেকে লং আইল্যান্ড ট্রেনে উঠে মাত্র ২০ মিনিটেই ম্যানহাটনে পৌছতে পারবেন।ই,এফ বা জে ট্রেনে আসতে এতদিন এক ঘন্টারও বেশী সময় লেগে যেত।গত ২৫শে জানুয়ারী নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল লং আইল্যান্ড ট্রেনের উদ্ভোধন করে জ্যামাইকা থেকে সেই ট্রেনে চড়ে প্রথম গ্রান্ড সেন্ট্রাল মেডিসন ষ্টেশনে নামেন।তার সাথে ছিলেন এমটি এর চেয়ারম্যান জান্নো লাইবার।

এতদিন ঐ ট্রেন গিয়ে থামতো ওয়েষ্ট সাইড ম্যানহাটনের পেন স্টেশনে।গ্রান্ড সেন্ট্রাল মেডিসন নতুন এই ষ্টেশনটি চালু হওয়ায় প্রতিদিন হাজার হাজার যাত্রীকে পেন ষ্টেশনে নেমে সিটির পূর্ব দিকে আসতে আর বেগ পেতে হবে না।

লং আইল্যান্ড রেল রোড এই প্রথম চারটি প্ল্যাটফর্ম এবং ৭১৪,০০০ বর্গফুট জায়গা জুড়ে আটটি ট্র্যাক সম্প্রসারণ করায় এর পরিষেবা ৪১ ভাগ বৃদ্ধি করবে বলে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি আত্মবিশ্বাসী।নতুন টার্মিনালটি ম্যানহাটনের মাটির নিচে ১৭ তলা বিশিষ্ট, এতে শহরের সবচেয়ে বড় এসকেলেটর রয়েছে।নতুন এই ষ্টেশনে বেশ কিছু স্থায়ী শিল্প স্থাপনায় যেখানে শিল্পী ইয়ায়োই কুসামা এবং কিকি স্মিথের দেয়াল সাজিয়ে কাঁচের মোজাইক রয়েছে যাহা যাত্রীদের মনোযোগ আকর্ষনে সহায়ক হবে।