নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির প্রিয়
মুখ, প্রবীণ প্রবাসী বেলায়েত আহমেদ আর নেই। মঙ্গলবার দিবাগত
রাতে তিনি ম্যানহাটনের বেত ইসরাইল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ
করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মদিনা
মসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। বসবাস করতেন ডাউন টাউন
ম্যানহাটনে। তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ ৪
মেয়ে ও এক ছেলে সহ নাতি-নাতনী ও আতœীয়-স্বজন রেখে গেছেন। 


তার দেশের বাড়ী মৌলভীবাজার জেলার সদর থানার উত্তর মোলাইম। বুধবার
বাদ এশা মদিনা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের
মরদেহ স্থানীয় একটি ফিউনেরাল পরভপস রাখা হয়েছে। বৃহস্পতিবার তার 
মরদেহ নিউইয়র্কের লং আইল্যান্ড ওয়াশিংটর মেমোরিয়াল মুসলিম কবরস্থানে
 দাফন করা হবে বলে জানা গেছে।
এদিকে বেলায়েত আহমেদ-এর ইন্তেকালে মৌলভীবাজারে ডিস্ট্রিক্ট
সোসাইটি অব ইউএসএ ইনক এর পক্ষ থেকে সভাপতি তজমুল হোসেন
ও সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত
কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।