NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

নেদারল্যান্ডস ও টিআইবির মধ্যে অনুদান চুক্তি স্বাক্ষরিত


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:২০ এএম

নেদারল্যান্ডস ও টিআইবির মধ্যে অনুদান চুক্তি স্বাক্ষরিত

দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর মধ্যে আজ একটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চলমান দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অগ্রযাত্রাকে আরো বেগবান করার লক্ষ্যে এই প্রথম নেদারল্যান্ডস টিআইবিকে সহায়তা প্রদান করছে।ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসে দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস এর পক্ষে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর হিজ এক্সিলেন্সি মি. এ্যানে ভ্যান লিউয়েন ও টিআইবির পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান চুক্তিটি স্বাক্ষর করেন। রাষ্ট্রদূত ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের মি. কোর স্টাউটেন, ফার্স্ট সেক্রেটারি, পলিটিক্যাল; মি. য্যাসপের কোর্ট, ফ্যাইনান্সিয়াল অফিসার; মি. য্যাগার ফোকার্ট, ফার্স্ট সেক্রেটারি, ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড ফুড সিকিউরিটি; ও মিস নামিয়া আখতার, পলিসি অ্যাডভাইজার, পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড পাবলিক ডিপলোমেসি।  

চুক্তির অধীনে টিআইবি ২০২২ সালের জানুয়ারি থেকে চলমান পাঁচ বছর মেয়াদি মূল প্রকল্প ‘‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুয়ার্ডস ট্রান্সপ্যারেন্সি অ্যান্ড একাউন্টেবিলিটি” (প্যাক্টা) বাস্তবায়ন করবে। দ্য কিংডম অব দ্য নেদারল্যান্ডস ছাড়াও প্যাক্টা প্রকল্পে টিআইবিকে যৌথভাবে সহায়তা দিচ্ছে যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস (এফসিডিও), দ্য সুইডিশ অ্যাম্বাসি ও সুইজারল্যান্ডের সুইস ডেভলপমেন্ট কোঅপারেশন (এসডিসি)। চুক্তি অনুযায়ী নেদারল্যান্ডস এই প্রকল্পের জন্য টিআইবিকে প্রায় ৪ কোটি ২৫ লাখ টাকা প্রদান করবে।  

প্যাক্টা প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য হচ্ছে, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর সঙ্গে সামঞ্জস্য রেখে অধিকতর অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখা। গবেষণানির্ভর অ্যাডভোকেসি ও অংশীজনদের সম্পৃক্ত করার পাশাপাশি প্রকল্পটি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনে জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা আরো বাড়ানো এবং তথ্য-উপাত্তনির্ভর কমিউনিটি মনিটরিং এর মাধ্যমে সুশাসনের ঘাটতি চিহ্নিত করে জনসাধারণের সেবাপ্রাপ্তিকে আরো সহজ ও স¦চ্ছ করতে এবং সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতে সহায়তা করবে।