NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনে ছড়িয়ে পড়া ভাইরাস মহামারী পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলবে না:চীনা মুখপাত্র


লিলি,বেইজিং: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৮:০০ এএম

চীনে ছড়িয়ে পড়া ভাইরাস মহামারী পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলবে না:চীনা মুখপাত্র

 

 


যুক্তরাষ্ট্রের অনুরোধে যাত্রা শুরুর আগে চীন থেকে আসা যাত্রীদের নিউক্লিক অ্যাসিড পরীক্ষা বিষয়ক প্রশ্নের উত্তরে ১৩ জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, মহামারী প্রাদুর্ভাবের পর থেকে চীন বরাবরই আইন অনুযায়ী স্বচ্ছনীতির ভিত্তিতে আন্তর্জাতিক সমাজকে সংশ্লিষ্ট তথ্য জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা শেয়ার ডেটাবেসের সঙ্গে চীনে নভেল করোনা ভাইরাসের জিন-ক্রম ভাগাভাগি করেছে এবং বিভিন্ন দেশের টিকা ও ওষুধ গবেষণায় সক্রিয় অবদান রেখেছে। 

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও গ্লোবাল ইনফ্লুয়েঞ্জা শেয়ার ডেটাবেস জানায়, চীনের দেওয়া ভাইরাসের জেনেটিক ডেটা অন্যান্য দেশগুলোর জমা দেওয়া ভাইরাসের জিনগত অনুক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং কোনো নতুন রূপ বা উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায়নি। বর্তমানে চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের উপধরণটি ইউরোপ ও অন্যান্য স্থানে ছড়িয়ে পড়েছে এবং তা মহামারী পরিস্থিতির উপর বড় প্রভাব ফেলবে না।

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ডপ্রিভেনশনের প্রকাশিত তথ্য অনুসারে, বর্তমানে নতুন মিউট্যান্টস্ট্রেন এক্সবিবি ১.৫ যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে; যা যুক্তরাষ্ট্রে দ্রুত ক্রমবর্ধমান গতিতে ছড়িয়ে পড়া স্ট্রেনে পরিণত হয়েছে। এটি ৪০.৫ শতাংশেরও বেশি সংক্রমণ সৃষ্টি করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে ওমিক্রন ভেরিয়েন্টের পর সবচে শক্তিশালী ট্রান্সমিসিবিলিটি ধারা হিসাবে চিহ্নিত করেছে; যার শক্তিশালী সংক্রমণ ক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা রয়েছে। যুক্তরাষ্ট্রের উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক সমাজের সঙ্গে মহামারী তথ্য এবং ভাইরাসের ডেটা স্বচ্ছভাবে শেয়ার করা, আন্তর্জাতিক সমাজের উদ্বেগের প্রতি সাড়া দেওয়া এবং যৌথভাবে ভাইরাস মোকাবিলা করা। 
সূত্র: লিলি, চায়না মিডিয়া গ্রুপ( সিএমজি)।