এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৫:৩৭ পিএম
এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
গ্রামীন ব্যাংক নওগাঁ যোনের আদমদীঘি এরিয়ার আওতাধীন আদমদীঘি শাখায় গত ০৮জানুয়ারি(রবিবার) সকাল ১০ঘটিকার সময় সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। উক্ত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গ্রামীন ব্যাংক নওগাঁ যোনের যোনাল ম্যানেজার জনাব মোঃ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল অডিট অফিসার জনাব নারায়ন চন্দ্র মন্ডল।
এছাড়া উপস্থিত ছিলেন অত্র এরিয়ার, এরিয়া ম্যানেজার জনাব মোঃ তুহিন মিয়া এবং শাখা ব্যাবস্থাপক জনাব মোঃ খাদেমূল ইসলাম সহ শাখার সহকারী বৃন্দু। উপস্থিত সংগ্রামী ভিক্ষুক সদস্যগণ শীতবস্ত্র কম্বল পেয়ে তারা গ্রামীন ব্যাংকের প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন।