NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo
তিনি ছিলেন আলোকিত মানুষ, আপাদমস্তক সাংবাদিক

সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ স্মরণে নিউইয়র্কে বিশেষ সভা


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৩৩ পিএম

সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ স্মরণে নিউইয়র্কে বিশেষ সভা



নিউইয়র্ক (ইউএনএ): সদ্য প্রয়াত বিশিষ্ট সাংবাদিক মাইন উদ্দিন
আহমেদ স্মরণে নিউইয়র্কে সভা হয়েছে। ব্যতিক্রমী এই সভায় বক্তারা
মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ব্যক্তিগত জীবনে মাইন উদ্দিন
আহমেদ ছিলেন একজন আলোকিত মানুষ, আপাদমস্তক সাংবাদিক,
নিভৃতচারী হাসিখুশি জেনটেলম্যান। তিনি তার কথায়, আচার-
আচরণ বা ব্যবহারে কাউকে কোনদিন কষ্ট দিয়েছেন এমন কথা তার শত্রুরাও বলতে
পারবেন না। নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রের মতো দেশে
অনেকটা বিনা চিকিৎসায় সাংবাদিক মাইন উদ্দিন অসময়ে-ই চলে
গেলেন। তার আকস্মিক মৃত্যুতে নিউইয়র্কের সাংবাদিক মহল একজন
ঘনিষ্ট স্বজনকে হারালো।
উল্লেখ্য, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব ও নিউইয়র্ক বাংলাদেশ
প্রেসক্লাবের অন্যতম সদস্য মাইন উদ্দিন আহমেদ ৬৯ বছর বয়সে গত ১
জানুয়ারী রোববার দিবাগত রাত ১১টা ২৯ মিনিটে জ্যামাইকা
মেডিক্যাল সেন্টারে (হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস
ত্যাগ করেন। 
বিশিষ্ট সাংবাদিক মাইন উদ্দিন আহমেদ স্মরণে শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন
হাইটসের নবান্ন পার্টি হলে আয়োজিত সভায় বক্তারা উপরোক্ত কথা
বলেন। বিশিষ্ট সাংবাদিক, নিউইয়র্ক বাংলা ডট কম সম্পাদক আকবর
হায়দার কিরণের মুল আয়োজন এবং সঞ্চালনায় ব্যতিক্রমী এই স্মরণ সভার শুরুতেই পবিত্র
কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন সাংবাদিক
আবিদ রহমন।
সভায় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের
সভাপতি এবং বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন এর সিইও
আবু তাহের (ভার্চুয়ালী), সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ
খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সিনিয়র সাংবাদিক

মাহমুদ খান তাসের, বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার, সাপ্তাহিক
প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর
রহমান, প্রবীণ প্রবাসী নাসির আলী খান পল, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুল
বাতেন, বীর মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট
মিনহাজ আহমেদ, একেএম নূরুল হক, নিউইয়র্ক বাংলাদেশ
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাপ্তাহিক
ঠিকানা’র বার্তা সম্পাদক ও দৈনিক ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি
শহীদুল ইসলাম, টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা’র বিশেষ প্রতিনিধি
সালাহউদ্দিন আহমেদ, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী,
ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম,
বিশিষ্ট সাংবাদিক মনিজা রহমান,ভিওবির  নিউজ প্রেজেন্টার আইরিন রহমান,
সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর
সাংবাদিক আবুল কাশেম, শো টাইম মিউজিক এর কর্ণধার আলমগীর
খান আলম, সাংস্কৃতিক কর্মী মোশাররফ হোসেন, গোপাল স্যানেল প্রমুখ।
সভায় মরহুম মাইন উদ্দিন আহমেদ-এর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন পুত্র
রিয়াজ আহমেদ এবং মাইন উদ্দিন আহমেদ-এর লেখা কবিতা পাঠ করেন
পারভীন সুলতানা।
সভায় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে বিশিষ্ট লেখক মাহমুদ
রেজা চৌধুরী, আজিজুল হক, গ্রাফিক্স ওয়ার্ড-এর শাকিল মিয়া
প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মাইন উদ্দিন আহমেদের পুত্র রিয়াজ আহমেদ বলেন, আব্বা বাংলাদেশ
অবজারভার, দি ইন্ডিপেন্ডেন্ট সহ বিভিন্ন ইংরেজী পত্রিকায় কাজ করতেন,
কোথাও নিয়মিত বেতন হতো না। মাসের পর মাস অর্থকষ্টে থাকতে
হতো আব্বাকে। সংসার চালাতে জীবনের বেশীরভাগ সময় আব্বাকে
দিনে ও রাতে দুই শিফটে চাকরী করতে হয়েছে। অনেক কষ্ট করে তিনি
আমাদের মানুষ করেছেন। তিনি তার পিতার মাগফেরাত কামনায় সবার
দোয়া কামনা করেন। ছবি: নিহার সিদ্দিকী