বাংলাদেশের ইংরেজী ভাষার অন্যতম বিশিস্ট সাংবাদিকতার চার দশকের বেশী অবদানের অন্যতম একজন জনাব মাইনউদ্দিন আহমেদ মাত্র ৬৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ১ জানুয়ারি রাত ১১টা ২৯ মিনিটে। জ্যামাইকা মেডিকেলসেন্টারে ২৭ ডিসেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন। ওজন পার্কের বাসায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে সেখানে ভর্তি করা হয়।
মাইন উদ্দিন আহমেদ এর ছেলে রিয়াজ উদ্দিন আহমেদ জানালেন , কিডনীতে টিউমার ধরা পড়ে এবং চিকিৎসকরা ক্যান্সারেরসম্ভাব্যতা যাচাই করছিলেন। এবং প্রয়োজনে তাঁকে ম্যানহাটানের মাউন্ট সিনাই এর হাসপাতালে স্থানান্তর করা হবে। তিনি এতদ্রুত চলে যাবেন প্রবাসের ও দেশের তাঁর প্রিয়জন চিন্তাই করতে পারেননি। রিয়াজ জানালেন তাঁর বাবার জানাজা ও নিউ জার্সিরসমাহিত করার আপডেট জানানো হবে।
মাত্র কয়েক বছরের প্রবাস জীবনে মাইন উদ্দিন আহমেদ বিভিন্ন মহলে অনেক পছন্দের মানুষ হয়ে গেছেন। শোটাইমের অনুস্ঠান, বইমেলা, সাহিত্য একাডেমীর মাসিক সভা থেকে শুরু করে গ্রাফিক্স ওয়ার্ল্ড সবখানে তাঁর বিশেষ অতিথি। নিউ ইয়র্ক বাংলাডটকম এর বিশেষ সংবাদদাতা, দেশ পত্রিকার সাপ্তাহিক কলাম ‘কথার কথকতা’ , টাইম টিভির ‘প্রেস ভিউ’ ইত্যাদি নিয়েসবসময় ব্যস্ততা । জ্যাকসন হাইটসে প্রায় প্রতিদিনই তাঁকে দেখা যেন স্বাভাবিক ব্যাপার।
মাইন উদ্দিন আহমেদ ভাইয়ের এই অত্যন্ত প্রয়ানের সংবাদে শোকের ছায়া নেমে আসে।