NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আদমদীঘিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৪:০৪ পিএম

আদমদীঘিতে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :


বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা হলরুমে সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেকের মেডিক্যাল অফিসার ডাঃ আবু হানিফ, থানার
(তদন্ত) পুলিশ অফিসার জিল্লুর রহমান, সমবায় অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরির্দশক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক (আবু), ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মাস্টার , ইউ পি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি, ইউ পি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিআরডি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, সাংবাদিক হাফিজার রহমান, খায়রুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আবির উদ্দীন প্রমুখ।
আইন শৃংখলা কমিটির সভা শেষে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা ও ভোক্তা-অধিকার সংরক্ষন আইন অবহিতকরণ,বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।