NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

নিজের ঢোলে নিজে পিটাই----হুমায়ূন কবীর ঢালী


খবর   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৪৪ পিএম

নিজের ঢোলে নিজে পিটাই----হুমায়ূন কবীর ঢালী

নিজের ঢোলে নিজে পিটাই

 

হুমায়ূন কবীর ঢালী । শিশুসাহিত্যিক, প্রকাশক ও সংগঠক।

সভাপতি, বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম।

পৈত্রিক নিবাস: সিকির চর, ছেংগারচর পৌরসভা, মতলব উত্তর উপজেলা, জেলা চাঁদপুর।

প্রকাশিত বইয়ের সংখ্যা ১০৫টি ।

উল্লেখযোগ্য বই: ক্লাসমেট, কাব্য ও এনজেলের বন্ধুরা, কালোমূর্তি রহস্য, একাত্তরের মিলিটারি ভূত, নীলগ্রহের রহস্য, পিতাপুত্র, লজিংবাড়ি, আলাভোলা ছেলেবেলা, আয় ফিরে যাই, নির্বাচিত শিশুকিশোর ৫০ গল্প, ডিয়াওয়ালা, পরিকন্যা, দুষ্ট ছেলের গল্প, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গল্প, কিশোরসমগ্র ১, ২, ৩, তোমার চোখের জল, নির্বাচিত ৫০ শিশুকিশোর গল্প, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের অভ্যুদয় প্রভৃতি। ছোটদের মজার সিরিজ কাটুসকুটুস।

সম্পাদিত গ্রন্থঃ সুনীল হুমায়ূন, দুই বাংলার শ্রেষ্ঠ সমকালীন প্রেমের গল্প, মাকে নিয়ে একশ ছড়া, পশুপাখি নিয়ে গল্প, মহীয়সী সুফিয়া কামাল, আমাদের বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, মানবতার জননী।

উল্লেখযোগ্য কাজঃ শিশুকিশোর আনন্দবার্ষিকী “আলোকলতা” সম্পাদনা । নিজ গ্রামে 'আমাদের পাঠাগার' প্রতিষ্ঠা।

গ্ৰীসের নবম স্টেট প্রাইমারি স্কুল অব ইয়ান্নিতিসারের দুইটি স্কুলে A cowboy and a magic mango tree এবং The Birthday Gift বই পাঠ্য। ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম এবং ওড়িশার ওড়িয়া ভাষায় প্রকাশিত হয়েছে একাধিক বই । নেপাল থেকে প্রকাশ হয়েছে শিশুকিশোর গল্পগ্রন্থ Friends of Angel.

ভ্রমণঃ ভারত, চীন, আমেরিকা, কানাডা।

পুরস্কার : ইউনিসেফ প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০১২, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার ২০১৩, অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ২০০৭, সালেহীন মেমোরিয়াল অ্যাওয়ার্ড ২০০৬, চিলড্রেন এন্ড উইমেন ভিশন ফাউন্ডেশন পদক ২০০৭, কবি আবুজাফর ওবায়দুল্লাহ স্মৃতি ফাউন্ডেশন পদক ২০০৭, পদক্ষেপ শিশুসাহিত্য পুরস্কার ২০০৮, লোকছড়া ফাউন্ডেশন সম্মাননা ২০১৩, এবি টিভি মাল্টিমিডিয়া লিঃ সাহিত্য পুরস্কার ২০১৬, ঝুমঝুমি শিশুসাহিত্য পুরস্কার ২০১৯, বিভাগীয় লেখক পরিষদ - রংপুর সম্মাননা ২০১৯, সাফল্য সাহিত্য-সংস্কৃতি পরিবার সম্মাননা ২০২১- রংপুর, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০১৭, মতলব সাহিত্য একাডেমি সম্মাননা ২০২১, কবি সংসদ বাংলাদেশ শিশু সাহিত্য পুরস্কার, লোকছড়া ফাউন্ডেশন সম্মাননা ২০১৩, লিটল ম্যাগাজিন ‘পথিক’শিশুসাহিত্য পুরস্কার ২০২২, শিশুসাহিত্যে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২।

ভারতে পুরস্কার প্রাপ্তি:

চােখ সাহিত্য-পুরস্কার ২০১৩-পশ্চিমবঙ্গ; নিখিল ভারত শিশুসাহিত্য সংসদ সম্মাননা ২০১৯, ত্রিপুরা; লেখালেখি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সম্মাননা ২০১৯, ওড়িশা; তোরসা সাহিত্য সম্মাননা ২০২০, কোচবিহার, কাব্যতরী সাহিত্য সম্মাননা ২০২২, কলকাতা।

নিউইয়র্ক:

হৃদয়ে বাংলাদেশ সাহিত্য সম্মাননা- নিউইয়র্ক ২০২১; সাউথ এশিয়ান রাইটার্স এন্ড জার্নালিস্ট ফোরাম সাহিত্য সম্মাননা ২০২১।