এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৫৭ পিএম
এম আব্দুর রাজ্জাক আদমদিঘী, বগুড়া থেকে :
১৬ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল সোয়া ছয় ঘটিকার সময় থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি মধ্যে দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। আজ “মহান বিজয় দিবস” ১৯৭১ সালের এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে লাখো লাখো বীর শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি এই দিনে তাঁদের বিজয় অর্জন করে। আর সেই থেকে পৃথিবীর মানচিত্রে লাল সবুজের পতাকা স্থান করে নেয়। তখন থেকে বাঙালি জাতির এই দূর্লভ অর্জন আর জাতির শ্রেষ্ঠ সুর্য সন্তানদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে থাকে।
তারই ধারাবাহিকতায় আজ “মহান বিজয় দিবস-২০২২” উদযাপন উপলক্ষে আদমদিঘী উপজেলা প্রশাসনের আয়োজনে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব টুকটুক তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘী-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব নাজরান রউফ এবং থানার অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম রেজা, আদমদিঘী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক (আবু), অতিথিবৃন্দ শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দেন।
মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু হয় সকাল সোয়া ছয় ঘটিকার সময় উপজেলা প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যালে পুষ্প স্তবক অর্পনের মধ্যে দিয়ে। তারপর সকাল সাড়ে আট ঘটিকার সময় আদমদীঘি আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে এক বর্ণাঢ্য প্যারেড। উক্ত প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ করেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, আদমদিঘী-দুপচাঁচিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব নাজরান রউফ, থানার অফিসার ইনচার্জ জনাব রেজাউল করিম রেজা। মহান বিজয় দিবসের অভিবাদন শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটিকা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ধরণের মনোমুগ্ধকর ডিসপ্লে পরিবেশন, খেলাধুলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আদমদীঘি উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মুক্তিযোদ্ধা গণ, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মিঠু চন্দ্র অধিকারী, মৎস্য কর্মকর্তা জনাব সুজয় পাল, প্রশাসনিক কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম মন্টু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সকল কর্মসূচি শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।