এম আব্দুর রাজ্জাক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৯:১৫ এএম
এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% উন্নয়ন সহায়তায় ধান মাড়াই যন্ত্র বিতরণ করলেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম খান রাজু মহোদয়, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব টুকটুক তালুকদার, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সম্মানিত সদস্য সচিব অ উপজেলা কৃষি অফিসার জনাব মিঠু চন্দ্র অধিকারী, জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মনজু আরা বেগম, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মো. আব্দুল হক আবু, কৃষি সম্প্রসারণ অফিসার যথাক্রমে জনাব দিপ্তী রানী রায় ও ফারিহা তিলাত, সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল হামিদ।
এ অর্থবছরে ৫০% উন্নয়ন সহায়তার আওতায় ধান মাড়াই যন্ত্রে আদমদীঘির কেশরতা গ্রামের জনাব ফিরোজা খাতুন, সান্তাহারের কায়েতপাড়া গ্রামের মো. সাগর আলী, ছাতিয়ানগ্রামের পশ্চিম সিংড়া গ্রামের জনাব মো. কালাম, আদমদীঘির শিবপুর গ্রামের জনাব মো. আ. ওয়াহাব, ছাতিয়ানগ্রামের আমইল গ্রামের জনাব মো. রফিকুল ইসলাম, সান্তাহারের সান্দিরা গ্রামের মোছা. মোমেনা খাতুন, ছাতিয়ানগ্রামের লক্ষ্ণীকোল গ্রামের মো. আ. আলিম, আদমদীঘির সুদিন গ্রামের মো. রফিকুল ইসলাম ও আদমদীঘির ডহরপুর গ্রামের জনাব মো. হান্নান প্রত্যেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা মূল্যের উন্নয়ন সহায়তা পান।