খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:১৯ পিএম
শোটাইম মিউজিক-এর উদ্যোগে পঞ্চম বারের মতো নিউইয়র্কে হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন নিউইয়র্ক সিটির জ্যামাইকায় পিএস ১৩১ এ অনুষ্ঠিত হয়েছে। হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন-৫
উদ্বোধন করেন বিশিষ্ট ব্যাক্তিত্ব বেলাল বেগ
মানুষকে আকর্ষণ করার অসম্ভব এক ক্ষমতা নিয়ে জন্মেছিলেন হুমায়ূন আহমেদ, যিনি ছিলেন একজন জাদুকর। তার লেখায়, তার ব্যক্তিত্বে, সর্বোপরি তার কাজে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।
উল্লেখযোগ্য যে , বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতিকে আহ্বায়ক ও ছড়াকার মনজুর কাদেরকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির তত্ত্বাবধায়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয় , প্রচন্ড বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে হিমুময় হয়ে উঠেছিল পিএস ১৩১ স্কুল প্রাঙ্গন l লেখক, সাংবাদিক, সম্পাদক, মিডিয়া ব্যক্তিত্ব, প্রকাশক, পাঠক, পৃষ্ঠপোষক ও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাবেশে এ সম্মেলন ছিল মুখরিত l হুমায়ূন ভক্তসকলের উপস্থিতি ছিল সন্তোষজনক l
উত্তর আমেরিকায় বাংলা সংস্কৃতি লালন ও বিকাশে দীর্ঘদিন যাবত কর্মরত ‘শোটাইম মিউজিক’ এ র উদ্যোগে
এ অনিন্দ্যসুন্দর আয়োজনে প্রবাসে বসবাসরত কবি ও লেখকদের প্রকাশিত বই সমূহ প্রদর্শন করা হয়েছে।
বই বিনিময়, প্রদর্শন ও বিক্রয় অনুষ্ঠান হুমায়ূন ভক্তসকল উপভোগ করেছেন
নতুন প্রজন্মের উপস্তিতি ছিল উল্লেখযোগ্য , ছিল চিত্রাঙ্কন,গানে গানে হুমায়ুন, মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ুন
হুমায়ুন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম
আবৃত্তি :আমার আছে জল ,হুমায়ুন স্মৃতিচারণ, গল্পে গল্পে হুমায়ুন,
এ আয়োজনে নৃত্যের মূর্চ্ছণায় দর্শকদের মন ভরিয়ে দিযেছে নৃত্যাঞ্জলি।
সঙ্গীত পরিবেশন করেন
এ ছাড়া সঙ্গীত পরিবেশন করছেন জনপ্রিয় শিল্পী এস আই টুটুল এবং সেলিম চৌধুরী , সেলিম ইব্রাহীম সহ অনেকে।
হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন-৫
উদ্বোধন করেন বিশিষ্ট ব্যাক্তিত্ব বেলাল বেগ
সমবেত সংগীত পরিচালনায়-চন্দন চৌধুরী ও হুমায়ুন ভক্ত সকলে
চিত্রাঙ্কন পরিচালনায়
ফারজিন রাকীবা ও আবু সাঈদ রতন
সহযোগিতায় ছিলেন ড. হাফসা সিদ্দীকা
আলমা ফেরদৌসী লিয়া, খালেদ সরফুদ্দীন, সুমন শামসুদ্দীন
শিবলী সাদিক
মুক্ত আলোচনা: লেখকের ভাবনায় হুমায়ুন
পরিচালনায় রওশন হাসান ও শারমিন রেজা ইভা অংশগ্রহণে প্রবাসে বসবাসরত কবি ও লেখকবৃন্দ
হুমায়ুন সাহিত্যে মুক্তিযুদ্ধ এবং স্বদেশ প্রেম পরিচালনায়-মোশাররফ হোসাইন অংশগ্রহনে :কবি বেলাল বেগ
অধ্যাপিকা হোসনে আরা,তমিজউদ্দীন লোদী,ফকির ইলিয়াস.ফাহিম রেজা নূর.ড. মহসিন আলী।
আমার আছে জলঃ পরিচালনায় -জি এইচ আরজু ও সাবিনা নিরু । কবিঃ তমিজউদ্দিন লোদী।শামস আল মমিন।সোনিয়া কাদের।আনোয়ার সেলিম।লায়লা ফারজানা আবৃত্তিশিল্পীঃ আনোয়ারুল লাভলু,নজরুল কবির,নাশ নাসরিন,আহসান হাবিব,পিংকি চৌধুরী,নীলুফার যারীন।
সিনহা মনসুর স্মৃতিচারণ: পরিচালনায় -ছন্দা সুলতান -পরিচালনায়। অংশগ্রহনে : আবু রায়হান, রওশন হাসান, এ বি এম সালেহ উদ্দিন।
নৃত্যাঞ্জলি পরিচালনায় চন্দ্রা ব্যানার্জী ও তার দল। গল্পে গল্পে হুমায়ুনঃ পরিচালনায় মনজুর কাদের ও শিশুরা
হুমায়ুন স্মৃতিচারণ ঃপরিচালনায় - এ বি এম সালেহ উদ্দিন ,অংশগ্রহনে : বেলাল বেগ, শারমিন রেজা ইভা, শামীম শাহেদ
আগামী বছর আরো বর্ধিত কলেবরে এ হুমায়ূন আহমেদ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন করার প্রত্যয় ব্যক্ত করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়। যথারীতি শোটাইমের প্রধান আলমগীর খান আলম ছিলেন এই অনুষ্ঠানের প্রধান উদ্দোক্তা।