NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ৪, ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২
Logo
logo

রংপুরে নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সাথে সাংবাদিকদের মতবিনিময়


এম আব্দুর রাজ্জাক প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ০৬:০৫ এএম

রংপুরে নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে


নবাগত রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সাথে রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীর সঞ্চালনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি নবাগত রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ফিরুজুল ইসলাম, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু. (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর সিটি প্রেসক্লাবে সভাপতি স্বপন চৌধুরী, সাধারন সম্পাদক হুমায়ন কবির মানিক , রিপোটার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, বাংলাদেশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন রংপুর রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, , সহ জেলায় কর্মরত ইলেকট্রনিক্স, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন ।

জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন বলেন, আমি রংপুরে যোগদানের পর শুনেছি এই জেলার গণমাধ্যম কর্মীদের সাথে জেলা প্রশাসক আসিব আহসানের অত্যন্ত চমৎকার সম্পর্ক। আশা করব জেলা প্রশাসনের সাথে সংবাদকর্মীদেএই সম্পর্ক বজায় থাকবে।