NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর আঞ্চলিক পরিচালক জনাব আলেকজান্ডার কে. হার্ডিন-এর সাথে কনসাল জেনারেলের বৈঠক


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ১২:১৮ এএম

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর আঞ্চলিক পরিচালক জনাব আলেকজান্ডার কে. হার্ডিন-এর সাথে কনসাল জেনারেলের বৈঠক

 

 

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল . মোহাম্মদ মনিরুল ইসলাম ২৩ নভেম্বর ২০২২ তারিখে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার কে. হার্ডিন এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেনআঞ্চলিক পরিচালক আলেকজান্ডার কে. হার্ডিন কনসাল জেনারেল . ইসলামকে তাঁর কার্যালয়ে স্বাগত জানিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নানা দিক নিয়ে একটি আলোচনায় যোগ দেনসময় কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব মিজ ইসরাত জাহান উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি হওয়ায় বছরটি অতীব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তাঁরা দু'দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় সম্প্রসারিত করার লক্ষ্যে এক সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেনতৈরী পোষাক ছাড়াও বাংলাদেশের অন্যান্য রপ্তানীজাত পণ্য বিশেষ করে ফার্মাসিউটিক্যালস সামগ্রী যুক্তরাষ্ট্রে রপ্তানীর সম্ভাবনার উপর তাঁরা আলোকপাত করেন। 

বৈঠকে কনসাল জেনারেল আঞ্চলিক পরিচালক আলেকজান্ডার কে. হার্ডিন-কে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন জলবায়ুর নেতিবাচক প্রভাব মোকাবেলাসহ আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের বিভিন্ন অর্জন স্বীকৃতির বিষয়ে অবহিত করেননিউইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতি, অর্থনীতি সংস্কৃতির সাথে সম্পৃক্ততা সাফল্যের কথা উল্লেখ করে কনসাল জেনারেল কমিউনিটির স্বার্থ সংশ্লিষ্ট্র বিভিন্ন বিষয় সম্পর্কে জনাব হার্ডিন এর দৃষ্টি আকর্ষণ করেনবাংলাদেশ যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যেকার সম্পর্ক বোঝাপোড়াকে আরো সহজ, সাবলীল শক্তিশালী করার প্রত্যয়ের মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে