খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩৩ পিএম
ভিকারুন্নেসা স্কুলের ছাত্রীদের বিশেষ প্রীতি সম্মিলন ৩ ডিসেম্বর
যুক্তরাষ্ট্রে বসবাসরত ভিকারুন্নেসা ছাত্রীদের এক অনন্য প্রীতি সম্মিলন হতে যাচ্ছে ৩ ডিসেম্বর , শনিবার। অনুষ্ঠান
আয়োজিত হবে নিউ জার্সির উডব্রিজের এডিসন হোটেলে। অনুস্টানের উদ্দোক্তাদের ভেতর রয়েছেন আজিমা আশরাফ,
ফাহমিনা জাব্বার,মানিজা ইসমাত, রুমানা খান, সাবাহ আজিজ, তুতিল খান, হাসু রহমান, ফারজানা হুসাইন, নাদিয়া সিদ্দিক
ও তাসনুভা আইরিন। এই অনুষ্ঠানের রেজিস্ট্রেশন এর শেষ তারিখ ছিলো ১৫ নভেম্বর। নিউ ইয়র্ক বাংলা ডটকমের সাথে
আলাপকালে ফারজানা হুসাইন জানালেন এরপর কানাডা থেকেও ভিকারুন্নেসা স্কুলের ছাত্রীরাও আসবেন।