Abdur Razzak প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৬:০৮ এএম
এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দিনব্যাপী জাতীয় সাঁওতাল মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ নভেম্বর) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও সাঁওতালল মিউজিক এসোসিয়েশন অব বাংলাদেশ সামাবের আয়োজনে উপজেলার কামদিয়া ইউনিয়নের তালতলা খেলার মাঠে এই মিউজিক ফেস্টিভালের উদ্বোধন করেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক রবিউল হাসান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সারা দেশের স্বনামধন্য সাঁওতালল ভাষা-ভাষির সংগীত শিল্পী ও ব্যান্ডদল অংশ গ্রহণ করে।