NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo
দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন

ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম, বরিশাল ও পটুয়াখালীতে সর্বমোট চার হাজার অসহায় পরিবারের মধ্য ত্রান সামগ্রী বিতরন সমাপ্ত


যুবরাজ চৌধুরী প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩০ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাং এ ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম, বরিশাল ও পটুয়াখালীতে সর্বমোট চার হাজার অসহায় পরিবারের মধ্য ত্রান সামগ্রী বিতরন সমাপ্ত




যুবরাজ চৌধুরী
চট্টগ্রাম, বরিশাল ও পটুয়াখালী  থেকে ফিরে।

চট্টগ্রাম জেলার  মিরসরাই উপজেলায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে প্রায় ১০ জন খেটে খাওয়া মানুষ মারা যায়।
সিত্রাং এর প্রভাবে উক্ত এলাকার হাজার হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয় এবং আদা পাকা কাঁচা ঘর বাড়ি বিধস্ত ও ক্ষতিগ্রস্ত হয়ে  এলাকার হাজার হাজার অসহায় ও হতদরিদ্র মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিছে কালাতি পাত করছিলেন।
এমন সময় সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে আসে দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন।
ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের হাতে এক ব্যাগ নিরামিষাশী খাদ্য সামগ্রী যাতে আছে  মাষ্টারের ভালোবাসা সিক্ত খাবার।
দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন সকল ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে তুলে দিতে পেরেছেন।
প্রতি ব্যাগে ছিলো-১)চাউল ২)আটা ৩)মসুরের ডাল ৪)লবন ৫)মুড়ি ৬)সয়াবিন তৈল
৭) এক বক্স ভেজিটেবল ক্রেকার ৮) উপস্থিত সোনা মনিদের জন্য আমের থেকে তৈরি চকলেট।
বাংলাদেশে দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন সদস্যদের উপস্থিতি তে ইতিপূর্বে যে সকল পরিবার কোন খাদ্য সহায়তা পায়নি তাদের  সকলে হাতে মাষ্টারের ভালোবাসা সহ একব্যাগ নিরামিষাশী খাদ্য সামগ্রি অসহয় পরিবারে সদস্যদের হাতে তুলে দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত সকল পরিবারের নাম তালিকা করেন উত্তর হাইত কান্দি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানে নির্দেশে উনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য গন।
গত ০৭-১১-২০২২ খ্রিস্টাব্দে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন সহ উত্তর হাইত কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির  চৌধুরী
সশরীরে উপস্থিত থেকে প্রিয় সুপ্রিম মাষ্টারের  উপহার সামগ্রী বিতরনের উদ্ভোদন করেন।
এবং চেয়ারম্যান সাহেব উপহার সামগ্রী তালিকা অনুযায়ী বন্টনের দৃঢ় আশাবাদ ব্যাক্ত করেন।
চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী নিউইয়র্ক বাংলা ডট কম এর প্রতিনিধি কে অত্যান্ত আনন্দিত হয়ে বলেনঃ- বাংলাদেশের এই দুর্যোগ ময় সময়ে গরিব, হতদরিদ্র ও অসহায় মানুষের পাশ্বে সাহায্যের হাত প্রসারিত করে উদার মন নিয়ে এগিয়ে এসেছে দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন।আমার এলাকায় হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত ওনাদের সহ যোগিতায় শতশত পরিবার আজ উপকৃত হচ্ছে।
আমি দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশনে সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আমার ইউনিয়ন বাসির পক্ষথেকে উক্ত সংস্থার সবাইকে আন্তরিক কে ধন্যবাদ জানাচ্ছি।আমি এবং আমার ইউনিয়ন বাসি সবসময় মাষ্টারের ভালোবাসা আশাকরে।
আমি বিশ্বাস করি সব সময় প্রিয় সুপ্রিম মাষ্টার বাংলাদেশের যে কোন দূর্ষোগময় সময়ে আরো বেশি বেশি দানের হাত কে প্রসারিত করবেন।
আগামী ২০২৩ সালে বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ববনা আছে বলে আমরা শুন্তে পাচ্ছি যদি সত্যি সত্যি এময় কিছু হয় আমাদের বিশ্বস দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন দুর্ভিক্ষ কবলিত জন সাধারনের পাশ্বে সহানুভূতি প্রকাশ করবেন বলে চেয়াম্যান আশাবাদ ব্যাক্ত করেন।
এদিকে বাংলাদেশ রেডক্রিসেন্টে সোসাইটি (সিপিপি) র সাবেক টিম লিডার এবং পরবর্তীতে  বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক সেক্রেটারী আবদুল আউয়াল চৌধুরীর  একক প্রচেষ্টায় স্থানিয় রেড রেডক্রিসেন্ট সোসাইটি (সিপিপি) সেচ্ছা সেবক দের সহযোগিতা নিয়ে কাজির হাট প্রথমিক বিদ্যালয়ের পাশ্বে বিশাল মাঠে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল ইউনিয়ন থেকে আলাদা আলাদা ভাবে প্রাপ্ত  ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা অনুযায়ী হাজারের বেশি অসহায় পরিবারের হাতে
দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশনে এক ব্যাগ ভালোবাসার উপহার সমগ্রি তুলে দেন।
তখন উক্ত সংস্থা বাংলাদেশি  সদস্য গন  উপস্থিত থেকে সকলের হাতে উপহার সামগ্রি বন্টন করেন।
সুন্দর ও সুসময় বন্টন দেখে আগত ক্ষতি গ্রস্ত পরিবারের সদস্য গন আবেগাপ্লুত হয়ে প্রিয় মাষ্টারের জন দোয়া করেন মহান আল্লাহ যেন প্রিয় মাষ্টার কে সবসময় ভালো সুস্থ ও দীর্ঘজীবী করেন ।
বিশেষ করে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ের এলাকা গুলো এবার ই প্রথম মাষ্টারের ভালো বাসার উপহার সামগ্রি পেয়ে তারা খুবই আনন্দিত। 
যা তারা বাসায় প্রকাশ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে উক্ত স্থানে উপস্থিত ছিলেন
★ খৈয়াচরা উনিয়ন ক্ষতিগ্রস্থ পরিবার★ পূর্বমায়ানী ইউনিয়ন ক্ষতিগ্রস্ত পরিবার★সাহের খালি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবার ★ওয়াহেদপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবার এবং উত্তর হাইত কান্দি ইউনিয়নের একাংশ।
উল্লেখ্য এই ইউনিয়ন গুলো কাজির হাট ভোরের বাজারের সাথে মিলিত হওয়ায় সকলের সুবিধার কথা চিন্তা করে কাজির হাট প্রথমিক বিদ্যালয়ের পাশাপাশি বিশাল মাঠে মাষ্টারের উপহার সামগ্রিক বিতরণে ব্যবস্থা গ্রহন করাহয়। রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের সাবেক সেক্রেটারী আবদুল আউয়াল চৌধুরী বলেন বাংলাদেশের বিভিন্ন দূর্যোগ ময় সময়ে
দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন। উদার মন নিয়ে খতিগ্রস্থ পরিবারের পাশে সব সময় এগিয়ে আসে আমি এই সংস্থার সাথে আগেও সেচ্ছা সেবক হিসাবে কাজ করেছি। তিনি দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন পূর্ব অনুষ্ঠিত বেশ কিছু প্রোগ্রামের কথা তুলে ধরন।তিনি বলেন মিয়ারমার থেকে যখন প্রথম  রোহিঙ্গা দের অনু প্রবেশ শুরু হয় তখন বাংলাদেশে সর্ব প্রথম দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন তাদের ভালো বাসা নিয়ে এগিয়ে এসেছে।
রোহিঙ্গাদের কে দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন তিন চার বার মাষ্টারের ভালোবাসা খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
বাংলাদেশের পার্বত্য জেলা  বান্দরবান ও রাঙ্গামাটি অতি বৃষ্টি তে ভূমিধসে বহু লোক প্রান হারায়  তখনো দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছেন। 
এ ছাড়া ঘূর্ণিঝড়  আয়লা, নারগিস সহ যে কোন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা এসেছেন। পুরাতন ঢাকায় আগুনে পুড়ে বহুলোক মারা যায় এবং অসায় আগুনে পোড়া লোকদের ঔষধ দিয়ে এবং মিরপুর ঝিল পাড় বস্তিতে আগুনে পুড়ে ২২১০টি পরিবার খোলা আকাশের নিছে বসবসা করছিলো তাদের ঐ সংকট ময় সময়ে এলাবাসির পাশাপাশি একমাত্র আন্তর্জাতিক সাহায্য সংস্থা হিসেবে এগিয়ে এসেছিলো দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন।
ওনাদের বিভিন্ন সেবা মূলক কাজে আমি থাকতে পেরে সত্যি খুবই আনন্দিত।
অনেক সময় আমার ব্যাক্তিগত কাজ ও বিভিন্ন প্রোগ্রামে জন্য  আমি সরাসরি  উপস্থিত হতে না পারলেও উক্ত সংস্থার সদস্যদের কে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করার ছেষ্টা করি।আবদুল আউয়াল চৌধুরী 
দি সুপ্রিম মাষ্টার চিংহাই ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনে উত্তরোত্তর সফলতা কামনা করেছেন এবং উক্ত প্রতিষ্ঠানের সাথে যুক্ত সবাই কে অন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।পাশাপাশি তিনি তিনি প্রিয় সুপ্রিম মাষ্টারের দীর্ঘায়ু কামনা করেন।
সিত্রাং এ খতিগ্রস্থ এলাকা পটুয়াখালী জেলায় ত্রান বিতরন করতে ঢাকাস্থ  আমেরিকান রেডক্রসে এডমিন এন্ড ফাইন্যান্স কর্মকর্তা ফখরুল আবির
সব সময় টেলিফোনে যোগাযোগ করেছেন।
সার্বিক ভাবে  সহযোগিতা করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির (সিপিপি)র
সিনিয়র টেকনিক্যাল অফিসার মামুনুর রশিদ
রিলিফ বিতরনে যেন কোন প্রকার সমস্য না হয় ঐ দিক বিবেচনায় রেখে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি (সিপিপি) র সেচ্ছা সেবক গনের সহযোগী নিয়ে সিত্রাং এ খতিগ্রস্ত এলাকার সকল কমিউনিটির প্রতিটি পরিবার হাতে
দি সুপ্রিম মাষ্টার চিং হাই এর ভালোবাসার উপহার সামগ্রি প্রদান করার ব্যাপারে
দি সুপ্রিম মাষ্টার চিং হাই ইন্টারন্যাশনাল এসোসিয়েশন সকল সদস্য কে আন্তরিক ভাবে সহয়োতা করেন। প্রিয় মাষ্টারের এক ব্যাগ ভালোসা সিক্ত খাদ্য সামগ্রী পেয়ে সকল অসহায় নারী পুরুষ  সমস্বরে বলেন  আমারা সুপ্রিম মাষ্টার কে ভালো বাসি। বরিশালের বাকের গঞ্জ পটুয়াখালী জেলার কলাপাড়া, লালুয়া, চর চান্দু পাড়া,এবং মহিপুর এলাকা সহ বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাং এ খতিগ্রস্থ  সর্বমোট (৪০০০)চার হাজার খতিগ্রস্থ অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে সুপ্রিম মাষ্টারের ভালো বাসা সিক্ত এক ব্যাগ নিরামিষাশী খাবার তুলে দিতে পেরে উক্ত সংস্থার সদস্য গন  প্রতিবেদক কে বলেন মাষ্টারের অর্পিত গুরু দায়িত্ব  পালন করতে পরে আমরা আনন্দিত। মহান আল্লাহ নিকট পার্থনা করি তিন আমাদের প্রিয় সুপ্রিম  মাষ্টার কে সব সময় ভালো ও নিরাপদে রাখুন।এবং আমাদের উপরে যেন অর্পিত দায়িত্ব আমরা সবসম সঠিক এবং সুচারু রুপে পালন করতে পারি।