NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

আদমদীঘিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:৫১ পিএম

আদমদীঘিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

বৃহস্পতিবার ১০ নভেম্বর, ২০২২

বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের সাওইল বাজারে অগ্নিকান্ডে সুতার দোকান পুড়ে যাওয়া ব্যবসায়ীদের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রনায় কর্তৃক অর্থ সহায়তা দেয়া হয়েছে।

বৃহস্প্রতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্থ ৮ জন ব্যসায়ীকে জন প্রতি সাড়ে সাত হাজার টাকার সহায়তার অর্থের চেক হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান ও উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন,বিআরডি চেয়ারম্যান মিজানুর রহমান বাবু।

উল্লেখ্য,চলতি বছরের ২৮জুলাই ভোর রাতে উপজেলার সাওইল বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে রায়হান বিপনীবিতান নামক সুতার দোকানে আগুন লাগে। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে ৮টি দোকান পড়ে গিয়ে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়। এঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রনায়ে আবেদন করলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সহায়তার অর্থর চেক প্রদান করা হয়।