মোহাম্মদ আবদুল্লাহ প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৫০ পিএম
মোহাম্মদ আবদুল্লাহ
ঢাকার মার্কিন তথ্য সরবরাহ সংস্থা(ইউএসআইএস)এর প্রাক্তন মিডিয়া এ্যাডভইজার/ প্রেস চীফ প্রখ্যাত সাংবাদিক, বাংলাদেশে ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব কার্য্যক্রমের পুরোধা পুরুষ জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সৈয়দ আসাদুজ্জামান বাচ্চু গত রোববার (৩০ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘ ৪ বছর তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় শয্যাশায়ি ছিলেন।
১৯৪০ সালে বরিশালে জন্মগ্রহণকারী সৈয়দ আসাদুজ্জামান বাচ্চু স্বাধীনতা পূর্বকালে দৈনিক পয়গাম ও দৈনিক আজাদের বার্তা সম্পাদক ছিলেন। তিনি ইউএসআইএস-এ উর্ধ্বতন কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখতেন।
সৈয়দ আসাদুজ্জামান বাচ্চু এর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান – খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মুনীর আহমেদ ও সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ,কুমিল্লার বিজয়করা ভিওএ ফ্যান ক্লাবের সভাপতি জাকারিয়া চৌধুরী ও সম্পাদক সোহেল চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রোববার (৩০ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রোববার বসুন্ধরা আবাসিক এলাকার বড় মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে আজিমপুর পুরানো কবরস্থানে দাফন সম্পর্ণ হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।