NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

সান্তাহার শহর প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি জিললুর-সম্পাদক সোহাগ


খবর   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০১:৩৯ এএম

সান্তাহার শহর প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি জিললুর-সম্পাদক সোহাগ

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :




বগুড়ার সান্তাহার শহর প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ডে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এক বছরের জন্য দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি জিললুর রহমানকে সভাপতি ও দৈনিক আনন্দ বাজার প্রতিনিধি আমিনুল ইসলাম সোহাগকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহসভাপতি আমিনুল ইসলাম (আমাদের অর্থনীতি), যুগ্মসাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু (কালেরকণ্ঠ), সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাগর (দৈনিক সময়ের কাগজ), অর্থ সম্পাদক শফির উদ্দিন (দৈনিক স্বদেশ প্রতিদিন), দপ্তর সম্পাদক আহসান হাবীব মির্জা (দৈনিক গড়ব বাংলাদেশ), সদস্য মুক্তারুজ্জামান (দৈনিক শ্রমিক), সাইফ হাসান খান সৈকত (মানবকন্ঠ), আশিক ইসলাম (দৈনিক মাতৃভূমির খবর), নাজমুল হক ইমন (সান্তাহার ডটকম), ইদ্রিস আলম হৃদয় (নয়া শতাব্দী) ও আতোয়ার হোসেন (সেরাদেশ ডটকম)।