NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo
বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ

‘নারী অধিকার: তরুণের ভাবনা’ বিষয়ক মতবিনিময় সভা


মশিউর আনন্দ প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৩:৩৪ পিএম

‘নারী অধিকার: তরুণের ভাবনা’ বিষয়ক মতবিনিময় সভা





বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক পক্ষ উপলক্ষে  সংগঠনের আনোয়ারা বেগম-মুনিরা খান মিলনায়তনে ‘নারী অধিকার: তরুণের ভাবনা বিষয়ে তরুণদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মালেকা বানু।


সভায় উপস্থিত তরুণদের মধ্যে আলোচনা করেন, আমিনা বাশার অনি, শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; রাফিদ আল আজোয়াদ, শিক্ষার্থী, পপুলেশন সাইন্স, ঢাকা বিশ^বিদ্যালয়; অ্যাডভোকেট কাকলী মৃধা, ঢাকা জজকোর্ট; সংগীতা ইমাম,সংগীত শিল্পী; জিনাত রেহানা, নিউজ প্রেজেন্টার, অভিনেত্রী এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত; মোঃ সাজিদ তামজিদ, শিক্ষার্থী, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মাহফুজা খাতুন শিলা, সাফ গেমস এ সাতারে প্রথম স্বর্ণ বিজয়ী; নিথি, শিক্ষার্থী, ড্যাফোডিল ইউনিভার্সিটি; মনসুরা তৃপ্তি, সংগঠক গ্রীণ ভয়েজ; আহসান হাবীব, ঢাকা বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী,  ফারজানা আফরোজ, কন্টেন্ট রাইটার, বাংলাদেশ মহিলা পরিষদ; ঢাকা বিশ^বিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক সংগীতা আহমেদ; ঢাকা ওয়াইডব্লিউসিএ এর প্রতিনিধি সুমনা, ঢাকা বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী ফুয়াদ হাসান অথৈ; শিক্ষার্থী নাফিজা ইসলাম সেতু।


স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় ৫২ বছর কাজ করছে। নারীর অধিকার আদায়ে বিশ^ব্যাপী লড়াই চলছে। কেননা যুগ যুগ ধরে সভ্যতার বিকাশ হলেও অর্ধেক জনগোষ্ঠীর নারীকে অধিকার প্রতিষ্ঠায় আমরা এখনো পিছিয়ে। দীর্ঘ নারী আন্দোলনের ফলে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনায় নারী পুরুষের সমতা কেন্দ্রে পরিণত হয়েছে। আজকের পরিবারে সমাজে, কর্মক্ষেত্রে নারীর অবস্থান, জীবনযাত্রা, অংশীদারিত্বের, সমতা-মর্যাদার ক্ষেত্রে যে পরিবর্তন এসেছে তা তরুন প্রজন্ম কিভাবে দেখছে তা আলোচনার উদ্দেশ্যে আজকের কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেননা তরুণদের হাত ধরে আগামী দিনের নারী আন্দোলনের অগ্রসর করতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, নুতন প্রজন্মের কাছে তরুণ সমাজের ভাবনা নারী আন্দোলনকে পরিচিত করার লক্ষ্যেই আজকের এই সভা। একবিংশ শতাব্দীর প্রায় এক চতুর্থাংশ অতিক্রান্ত হয়েছে। বৈশি^কভাবে নারীর অধিকার স্বীকৃত হয়েছে, অনেক আইন হয়েছে।  তিনি আরো বলেন অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এখনও অনেক বাধা আছে। সমাজ সম্পর্কের নতুনভাবে অধ:স্তনতার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তরুণদের  সমতার দৃষ্টি গড়ে তোলার আহ্বান জানান।


সভায় বক্তারা বলেন, নারী নেতৃত্বের কোন বিকল্প নেই। নারী অধিকার নিয়ে আজও আন্দোলন করে যেতে হচ্ছে। যার সূচনা হয় বেগম রোকেয়ার হাত ধরে। অর্থনৈতিক , রাজনৈতিক শিক্ষা সকল পর্যায়ে নারীরা নিজ নিজ জায়গায় সফল হলেও নারীর অধিকার আদায়ের আন্দোলন এখনো চলমান। পরিবারে বা সমাজে নারীর প্রতি আচরণ ভিন্ন রকম। সহিংসতার জন্য দোষারোপ করা হয় নারীকে।  এখন নারীরা নেতৃত্ব পর্যায়ে কাজ করতে পারছেন। এটা আগামীর জন্য শুভবার্তা । তবে উল্টো পিঠ আছে। এমন যেন না হয় বাসায় অল্পবয়সী  কাজের মেয়ে আছে। জাষ্টিস, ইকুয়ালিটির জায়গা যেন সকলে বুঝতে পারে। প্রত্যন্ত অঞ্চলে এখনো নারীরা বৈষম্যের শিকার। পুরুষতান্ত্রিক মনোভাব দ্বারা নারীদের অবদমিত করে রাখা হয়।  অন্যদিকে  ১৫-১৬ বছর আগে খেলাধুলায় নারীদের উপস্থিতি তেমন ছিলো না। নানা সামাজিক পারিবারিক বাধা ছিলো।  এই পরিস্থিতির পরিবর্তন হয়েছে নিজেদের প্রচেষ্টার কারণে এবং বর্তমান সরকারের সদিচ্ছার কারণে। তবে অভ্যন্তরীণ পরিবেশে নারী খেলোয়াড়রা নানা হয়রানির শিকার হয়।


নারীকে  এখন অনলাইন (ইউটিউব, সোশাল মিডিয়া, প্ল্যাটফর্মে নারীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। নারীর নিজেকে প্রতিবাদে সোচ্চার হতে হবে।  গণমাধ্যমে নারীকে অবমূল্যায়ন করা হয়। এসব জায়গায় নারী সংগঠনগুলোকে সোচ্চার হতে হবে;  প্রত্যেক মেয়েকে নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে,  গণমানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে; নারীকে স্বাবলম্বী হতে হবে; প্রত্যেক তরুণকে নিজ নিজ জায়গা থেকে  নারীর প্রতি অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে সোচ্চার হতে হবে। পুরুষদেরও মনোভাবের পরিবর্তন করতে হবে।  নারীকে সন্তান পালনের পাশাপাশি নিজেকেও প্রতিষ্ঠিত হতে হবে; নারী জন্মগত ভাবেই অধিকার নিয়ে এসেছে, সেই অধিকার আত্মবিশ্বাসের সাথে  যোগ্যতা নিয়ে তৈরি করতে হবে। নারী অধিকার হিসেবে প্রতিবাদ করতে যেয়ে গণবিচ্ছিন্নতা হওয়া যাবেনা। নারী ও পুরুষকে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতে হবে। নারীদের কথা বলার চর্চা ও বোধের চর্চা জাগ্রত করতে হবে। নারী অধিকারের চর্চা পরিবারেও করতে হবে।

মতবিনিময় সভায় বাংলাদেশ মহিলা পরিষদেও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সংগঠক ওয়াইডব্লিউ সিএ অফ বাংলাদেশের প্রতিনিধি, সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম।