খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩৩ পিএম
জীবনানন্দ দাশের মত
- জাকিয়া রহমান
আমি তোমার মত স্বপ্নের হাতে,
আমার জীবন সঁপে দিয়েছিলাম আশাতে।
সম্পূর্ণ ডুবেছিলাম স্বপ্নের গহীনে!
আমায় ডাকতো বিশাল ধরা নিরন্তর যে স্বপনে-
দিন, রাত আর আলো ঝরা নিমগ্ন প্রভাতে।
ভালোবেসেছিলাম যত ছবি আঁকা আছে প্রকৃতিতে।
তুমি বাংলা দেখেই ছিলে মগ্ন,
তোমার মত শুধু বাংলা দেখেই-
পূরণ হয়নি আমার স্বপ্ন।
তাই আমি ধানসিড়ি নদী তীর ছেড়ে,
চলে এসেছি বহু দূরে অতলান্তিকের পাড়ে।
আমি সেথা স্যাননের তীরে দেখি শিহরণে-
সবুজ সতেজ ঘাসের আস্তরণে,
ধানসিড়ির ঢেউ বাতাসে।
শিল্পীর আঁকা ছবির মত আকাশে-
গাংচিল আর মেঘের ভালোবাসা,
দিগন্তে অস্তরাগের রক্তিম আশা।
আমি তা দেখে মানসে আঁকা বাংলার করি তুলনা,
সব মেলে কি মেলে না নেই দুখ, খুঁজে পাই সান্ত্বনা।
প্রিয় কবি জীবনানন্দ দাশের প্রয়ান দিবস স্মরণে
২২ অক্টোবর ছিল বাংলা ভাষার এই মহান কবির প্রয়াণ দিবস।
তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। তাঁর শান্তি কামনা করি।