লিলি,বেইজিং: প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৪২ পিএম
১৭ অক্টোবর সকালে সিপিসি’র ২০ তম জাতীয় কংগ্রেসের তথ্যকেন্দ্রে প্রথম সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।এতে উন্নয়নের নতুন চিন্তাধারা বাস্তবায়ন করা, উন্নয়নের নতুন আদর্শ গঠন করা, উচ্চ মানের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া এবং চীনা বৈশিষ্ট্যের আধুনিকায়নের মাধ্যমে চীনা জাতির মহান পুনরুদ্ধারসহ বিভিন্ন বিষয়ের কথা তুলে ধরা হয়।
জাতীয় জ্বালানি ব্যুরোর উপ-প্রধান রেন চিং তোং বলেন, কার্বন পিক ও কার্বন নিরপেক্ষতা চীনা জাতির টেকসই উন্নয়ন এবং মানব জাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের সঙ্গে জড়িত।
জ্বালানির উন্নয়নে নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সঙ্গে রূপান্তর এগিয়ে নিয়ে যাওয়া উচিত। উন্নয়নের নতুন চিন্তাধারার নির্দেশনায় চীনের জ্বালানির সবুজ ও নিম্ন-কার্বন রূপান্তর গতি অব্যাহতভাবে বেগবান হচ্ছে এবং উন্নয়নের গুণগত মান ও কার্যকারিতাও ব্যাপকভাবে বেড়েছে।
আমাদের বলা উচিত যে গত দশ বছরে আমরা পরিবেশগত অগ্রাধিকার-সম্পন্ন এবং সবুজ ও নিম্ন-কার্বন উচ্চ-মানের উন্নয়নের একটি পথ অন্বেষণ করেছি। এই পথে আমরা যত দূরে গিয়েছি, তত বেশি আত্মবিশ্বাসী হয়েছি
সূত্র:লিলি, চায়না মিডিয়া গ্রুপ।