আশরাফুল হাবিব মিহির প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০১:৩০ পিএম
মাজেদ ডিজেয়ার সেলিব্রেটিং ফ্যাশন উইক প্রেজেন্টেড বাই ম্যাজিষ্টিক হল এন.ওয়াই অনুষ্ঠিত হয়ে গেলো গত ৭ অক্টোবর। এতে প্রথমবারের মতো র্যাম্পে হেটেছেন এই সময়ের জনপ্রিয় শিল্পী মুজা এবং ভারতের জাতীয় পুরষ্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী বিশাখ জোতি।
নিউ ইর্য়কের জনপ্রিয় উপস্থাপিকা, সাদিয়া খন্দকারের প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের শুরু হয় র্যাম্প ওর্য়াকের মাধ্যমে, এতে মডেলরা মাজেদের ডিজাইন করা পোশাক পরিধান করে। এরপর সঙ্গীতশিল্পী বিশাখ জোতি তার গান পরিবেশন করেন। সঙ্গীতশিল্পী বিশাখ জোতির চমৎকার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে, তিনি একে একে ‘শোনো মন বলি তোমায়’,’তোমার ঘরে বাস করে কারা ও মন জানোনা, ‘বোল না হাল্কে হাল্কে’, ‘সাধের লাউ, তোমায় হৃদমাজারে রাখবো’, ‘ময়না ছলৎ ছলৎ’, ‘লাল পাহাড়ী দেশে যা’ গান গুলো পরিবেশন করে অনুষ্ঠানকে জমিয়ে তুলেন। এরপর মাজেদ ডিজেয়ারের সদস্যদের গানের সাথে নাচের মনোমুগ্ধকর পরিবেশন করেন যা আগত দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষন, এইসময়ের ক্রেজ সঙ্গীতশিল্পী মুজা যখন তার জনপ্রিয় গান ‘বেণীফুল’ গাইতে শুরু করেন, তখনই দর্শকরা সামনে এসে গানের সাথে গলা মিলিয়ে গাইতে থাকে। এরপর মুজা, ‘চেনা চেনা লাগে’, ‘বন্ধুরে’, ‘আসি বলে গেলো বন্ধু’ গেয়ে অনুষ্ঠানকে জমিয়ে তুলেন। দর্শকরা ও আনন্দে আত্নহারা হয়ে গানের তালে নাচতে থাকেন।এই ফ্যাশন উইকের শো স্টপার ছিলো বাংলাদেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা, বর্তমান সময়ের ক্রেজ সঙ্গীতশিল্পী মুজা এবং সঙ্গীতশিল্পী বিশাখ জোতি।
প্রথমবারের মতো র্যাম্পে হাঁটা সঙ্গীতশিল্পী মুজা বলেন – মাজেদ ডিজেয়ারের সাথে এই প্রথম একসাথে কাজ করেছি, খুব ভালো লেগেছে, মাজেদ ভাই খুবই অমায়িক এবং আমার খুব পছন্দের। র্যাম্পে প্রথমে খুব নার্ভাস ছিলাম, পরে সহজ হয়ে গেছে ব্যাপারটা। সঙ্গীতশিল্পী বিশাখ জোতি, মাজেদ ডিজেয়ারকে ধন্যবাদ জানিয়ে বলেন- এতোভালো দর্শকের সামনে র্যাম্পে হাঁটতে পেরে আমার খুব ভালো লেগেছে। মাজেদ ভাই আমাকে অনেক সাহস যুগিয়েছেন, শিখেয়ে দিয়েছেন কিভাবে কি করতে হবে। এটা আমার প্রথম কাজ মাজেদ ভাইয়ের সাথে।
টাইম টেলিভিশনের সি.ই.ও আবু তাহের, মাজেদ ও তার গ্রুপকে ধন্যবাদ জানান এবং তার বক্তব্যে বলেন – মাজেদ টাইম টেলিভিশনের শুরু থেকে ছিলো। মাজেদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই অবস্থানে এসেছে। বাংলাদেশী কালচার ও আমেরিকান কালচারের মধ্যে যোগসুত্র হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন- মাজেদের গ্রুপে আমেরিকান-বাংলাদেশীরাও আছে, তারা বাংলা গান শুনছে, র্যাম্পে হাটছে,এটা দেখে আরো বেশী ভালো লেগেছে। ভবিষ্যতে মাজেদ আরো ভালো ভালো কাজ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করেন।মাজেদ ডিজেয়ারের স্বত্বাকারী মাজেদ বলেন- মডেলরা শুধু ওয়ার্ক করতে পারে না, তারা ড্যান্স ও করেতে পারে, অভিনয় করতে পারে।এ বছর মাজেদ ডিজেয়ার ফ্যাশন উইকে এটা দেখিয়ে দিয়েছে দুই বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা শুধু গান গেয়ে দর্শকের মন জয় করে না। তারাও মাল্টিটেলেন্টেড তাদেরও রুপ আছে, গুন আছে, তারা চাইলে র্যাম্পেও হাঁটতে পারে। নিউইর্য়কে এবারেই প্রথম এপার ও ওপার বাংলার কোনো সঙ্গীতশিল্পী র্যাম্পে হাঁটলেন। আগামী বছর এই ধরনের আরো একটি অনুষ্ঠান করবেন বলে, তিনি জানান। মাজেদ ডিজেয়ার সেলিব্রেটিং ফ্যাশন উইকের মডেলরা হলেন- মুজা, বিশাখ, নাজুবা, নাবিদ, সামিয়া, জারা, আনশা, নিশাদ, চেলসি, মিনহাজুল, সামীর, তাসনিয়া, শিবা, হামাদ, জুয়েল, ফারিয়ানা, মেহেদী, নিশা, শান্ত, আলী, মুয়া টিনটিন, মন্জু, সিসি কেলাস, জ্যাকলিন ম্যারিয়ান, মার্কো, আফ্রিদী, মাহীম, মিস. ফোবানা জান্নাতুল বাকী। মডেলদেরকে মেকআপ করেছে- মেকআপ বাই মনি।অনুষ্ঠানে সার্বিক সহয়োগীতায় ছিলো- ফারাহ্, অধরা, নাজুবা, শাওন, জুয়েল, তামিম, শুভ, শাহেদ, শান্ত, সরোয়াদ ওয়াসিম ও সিমি। ফটোগ্রাফিতে ছিলেন- তুষার, সাউন্ডে ছিলেন- উইলিয়াম, জুয়েল ও তামিম। পুরো অনুষ্ঠানটি টাইম টেলিভিশন সরাসরি সম্প্রসার করে।