আকাশ - তৌহিদ - ফেইফেই প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৫ পিএম
গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩ তম বার্ষিকী উপলক্ষ্যে অনেক দেশের নেতৃবৃন্দ ও আন্তর্জাতিক সংস্থার প্রধান সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিংকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বা অনেক দেশের প্রেসিডেন্ট ফোন করেছেন। তাঁরা সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের সুষ্ঠু আয়োজনও প্রত্যাশা করেছেন।
গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩ তম বার্ষিকী উপলক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চীনকে আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ অভিনন্দন জানিয়েছেন। তিনি সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করে শুভকামনা জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন সরকারের পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩ তম বার্ষিকী উপলক্ষ্যে অভিনন্দন জানিয়েছেন।তিনি মার্কিন জনগণ একযোগে প্রত্যাশা করেন যে, চীনা জনগণ শান্তি ও সমৃদ্ধি উপভোগ করবে।
গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৩ তম বার্ষিকীতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আলাদা চিঠিতে তাঁরা চীনের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান।
ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি অভিনন্দন বার্তায় জানান, বিভিন্ন দেশের অভিন্ন কল্যাণের ভিত্তিতে প্রেসিডেন্ট সি চিন পিং বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ ও বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ উত্থাপন করেছেন। এ দুটি উদ্যোগের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের গণকল্যাণ উন্নত করা এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুয়েন ফু থ্রোং, দেশটির প্রেসিডেন্ট, কমিউনিস্ট পার্টি, দেশের সরকার ও জনগণের পক্ষ থেকে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং, সিপিসি, চীনসরকার ও চীনা জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা জানান, সিপিসি’র শক্তিশালী নেতৃত্বে, চীনা জনগণ ঐক্যবদ্ধভাবে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে দেশ গঠন ও উন্নয়ন অর্জন করতে পারবে।
উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কিম জং উন তাঁর দল, উত্তর কোরিয়ার সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং, চীন সরকার ও ভ্রাতৃপ্রতীম চীনা জনগণকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
তিনি জানান, সিপিসি’র বিংশ তম জাতীয় কংগ্রেস দ্রুত আয়োজন করা হবে। এবারের কংগ্রেস সমাজতান্ত্রিক চীন নির্মাণের একটি নতুন মাইলফলক উন্মোচন করবে।সূত্র : সিএমজি।