খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:১৯ পিএম
·জাকিয়া রহমান
১৯৯৯ সালে এই দিনটি আমার জীবনে এক সমুদ্র আঁধার নেমে এসেছিল। সন্ধ্যায় টেলিফোন বেজে উঠল। এমন করুণ সংবাদ আমাকে শুনতে হবে কখনই ভাবিনি। আমার ছোট ভাই শেখ ইসতিয়াক আর নেই। প্রিয় ভাইটি আমার চলে গেছে আজানার দেশে।
সবাই দোয়া করবেন আমার ছোট ভাইটির আত্নার শান্তির জন্যে। আমিন!
সে খুব কম বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অজানার দেশে চলে যায়। আমার চাইতে বয়সে অনেক ছোট ছিল। যখন দেশে ছিলাম এবং যখন বিদেশ থেকে বেড়াতে যেতাম সকালবেলা, শেখ ইশতিয়াকের রেওয়াজ শুনে ঘুম ভাঙতো। কি অপূর্ব সে অনুভূতি! যেন সুরের একটা সমুদ্র থেকে তরঙ্গ এসে আমাকে সতেজ ঝাপটা দিয়ে যেত। মনে হতো, আমি এক সুরের সাগরে গা ভাসিয়া দিয়েছি।
আমার অতি আদরের কনিষ্ট ভ্রাতা প্রায়ত কন্ঠশিল্পী শেখ ইসতিয়াকে স্মরণ করে একটি কবিতা লিখেছি।
স্মৃতির নিবাসে কলরব উঠে মেতে
সাজান সুখ কুসুম শব্দের সাজিতে
কলহাস্যের এক অবুঝ বোল সরব,
বড় চঞ্চল দুরন্ত এক শিশুর তলব।
ছোট্ট দু’টি গাদুল গুদুল নরম হাতে
আমার হাত টেনে নিয়ে ত্বরিতে
বলত ‘বুবু টুকি টুকি খেলব!’
অধীর সে, অসহ্য তার বিলম্ব,
এখন লুকোচুরি খেলবে দুষ্টু মনিটা ।
ভাবত সে দু’হাত দিয়ে ঢাকালে মুখটা
কিংবা কোন কপাটের আড়ালে গিয়ে,
চোখ দু’টি মুদলে, যাবে অদৃশ্য হয়ে
টুঁউ বলে মিষ্টি করে দিত এক রা!
তারপর ঝট্ করে মুখ বাড়িয়ে বলত ঝাঁ!
একদিন তুই সত্যই চোখ মুদলি, বুঝে কি না বুঝেই।
নিজে দেখছিসনা বলে, তোকে দেখবেনা কেউই!
তোর ধারণাই হল ঠিক! চিরতরের জন্য নয়ন মুদলি,
সেই ছিল তোর শেষের দিনের “টুকি টুকি” খেল কেলি।
মাটির মানুষ তুই! মাটিতেই তাই গেছিস মিশে।
পূর্ণ হোক তোর স্বাদ আহলাদ, সুখময় স্বর্গ বাসে।
সম্পর্কে নেট থেকে সংগ্রহ করে আমি কিছু উদ্ধৃতি দিচ্ছি শেখ ইসতিয়াক সম্পর্কে লিখেছিলেন,
---লাকি আখন্দ
বাংলাদেশের সঙ্গীতে মেলোডি'র এক নতুন দিকপাল হয়েছিল ইসতিয়াক।গানগুলো আজো মানুষের মুখে মুখে ফেরে। তাঁর গাওয়া "নীলাঞ্জনা" তো এক চিরসবুজ প্রশান্তির নাম। ১৯৯৯ সালের ৩০ সেপ্টেম্বর বড় অসময়ে চলে যায় ইশতিয়াক। হ্যাপি চলে যাবার এক দশকের কিছু পরে, আবারও সেই স্বজন হারানোর তীব্র ব্যথা আমাকে গ্রাস করেছিল।
"বিরহ ব্যাথাতে এ মন ভেঙ্গে যায়
না পাওয়ার আঁধারে খুঁজেছি তোমায়
কতগুলো ফাগুন গিয়েছে ফিরে
আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে
আজ সব ব্যাথা ভুলে যাবো
চেয়ে দেখো না
তোমার ঐ দুটি চোখে
আমি হারিয়ে গেছি
আমি বোঝাতে তো কিছু পারিনা
নীলাঞ্জনা"
ভালো থেকো ইশতিয়াক,দূরে কোথাও.....ভালো থেকো....."
---- লাকি আখন্দ
সবাই দোয়া করবেন আমার ছোট ভাইটির আত্নার শান্তির জন্যে। আমিন!