ঘুঘুডাঙা তাল পিঠা উৎসবের প্রথম দিন
Abdur Razzak
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:৪১ পিএম

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
নানা আয়োজনের মধ্য দিয়ে হাজীনগরের ঘুঘুডাঙ্গায় শুরু হয়েছে তালপিঠা উৎসব। উৎসব ঘিরে বসেছে গ্রামীণ মেলা। মেলায় এসেছেন বাংলাদেশি সাংবাদিক, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ । তিনি উৎসাহের সাথে আজ সারাদিন নিয়ামতপুরে ১৯৮৬ সালে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির নিজ হাতে রোপণ করা তাল গাছগুলোর সৌন্দর্য ও ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন রচনা করেছেন।
প্রতি বছর ২৪ সেপ্টেম্বর এ উৎসব কয়েক বছর থেকে পালিত হয়ে আসছে। নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত মেলায় আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী,৪৬ নওগাঁ-১ আসনের এমপি,হাজীনগরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিপিএ,নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশেদুল হক , টেলিভিশন ব্যক্তিত্ব শাইখ সিরাজ, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ প্রমুখ।
মেলায় আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ান।