ঘুরতে ঘুরতে চলে এলাম পৃথিবীর চরণায় ১৩২ তম দেশে- কাজী আসমা আজমেরী
খবর
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০২:৩৭ পিএম

Réunion 132th countries
ঘুরতে ঘুরতে চলে আসলাম পৃথিবীর চরণায় ১৩২ তম দেশে। ইউনিয়নে। দেশটির চমৎকার ভাষাভাষী ফ্রান্স। বাংলাদেশী পাসপোর্টে এই প্রথমে বলতে গেলে পর্যটও এই দেশটিতে পদধূলি দিলাম। স্পেশালি একা ভ্রমণ কন্যা হিসেবে।
Mauritius, Réunion, Seychelles. যা এক সময় আধিপথে ছিল ফ্রেঞ্চের আন্ডারে। মরিশাস পরবর্তীতে যদিও মহিশাস পরবর্তীতে ব্রিটিশদের আন্ডারে চলে যাওয়ায় সেখানে কিছু ইংলিশ ভাষাভাষীদের দেখা গিয়েছে। রিইউনিয়নে ফরাসি ভাষারই আধিপদ রয়েছে।
২১ই সেপ্টেম্বর সকালে এসে পৌঁছানো হয়েছে réunion. St.Denis. পোর্ট এরিয়াতে। প্রাইভেট বোটে যাওয়ায় ইমিগ্রেশনের ওখানেই ছাড়া হয়। Port Louis, Mauritius থেকে perviate boat (Arribasaia) আমার ব্রাজিলিয়ান বন্ধু বোর্নোর সাথে তার বোর্ডে করে ২৫ ঘন্টা সেলিং করে পৌঁছায়। এটা অনেকটা জানি ছিল যে ছোট একটা বোর্ডে করে পৌঁছানো। নিউজিল্যান্ডে অনেক বোর্ডে এবং ক্যারিবিল্যান্ডে অনেক বোর্ডে থাকায় তেমন একটা মাথা ঘোরা হয় নাই। কিন্তু বেশ তিন চার বছর পরে ওটা মাথা অনেক ঘুরেছে।
নীল সমুদ্রের উপর দিয়ে অনেকটা ভাসতে ভাসতেই চলে এসেছি। এই নতুন দেশ রিইউনিয়নের রাজধানীতে।
এই দেশটি মরিশাস্তে কেউ আরো ছোট।
তবে এখানকার অধিকাংশ ফ্রান্স ভাষায় কথা বলায় এখানকার লোকদের সাথে আড্ডা দেয়া কিংবা কথা বলা খুব একটা মুশকিল হয়ে পড়েছে আমার জন্য।
এই দেশটাতে সচরাচর টুরিস্ট দেখা যায় না তেমন একটি। যদিও এখানে অধিকাংশ লোকই সাদা ফরাসি বংশধর। ইন্ডিয়ান বংশধরদের অবস্থান রয়েছে।
চমৎকার সমুদ্রের এই দেশটিতে খুবই নীল আকাশ আর ধূসর ভলকানো যেন আরো সুন্দর করে তুলেছে।
২০ তারিখ দুপুর বেলা আমরা রওনা হয়েছিলাম মরিশাস থেকে ইউনিয়নের উদ্দেশ্যে। টানা ২৫ ঘন্টা সেলিং এর পরেই পৌছালাম লক্ষ্যে। কাল এখানে আমার বন্ধু এবং তাদের ওখানকার আমাদের খুব মজার বোট পার্টি হয়েছে। লোকাল লোকজন আমাদের সাথে অংশগ্রহণ করেছে যা আমার বন্ধুর বন্ধু এবং আমারও নতুন বন্ধু হয়ে গিয়েছে মিয়া ওর ট্রেডের সাথে।
কিছুটা টাইম কাজ করে আমি চলে গেলাম সেন্ট পল শহরে। সুন্দর অনেক জায়গা আছে, সাদা বালি আর নীল সমুদ্র এবং পাহাড় অনেক সুন্দর করেছে এই দেশটিতে। ২ দিন থাকার পরে ২৪ তারিখ চলে যাব আবারো নতুন কোন দেশের উদ্দেশ্যে।
ভিসা পেতে আমাকে অনেকটাই ভোগান্তি কখনো হয়েছে ফ্রান্স অ্যাম্বাসি থেকে এখানকার ভিসা নেওয়া হয়েছে। আমি transit ভিসা নিয়েছি।
#thegreenpassportgirl
#kaziasmaazmery
#reunion
#solotraveler
#bangladeshipassportgirl
#inspringyouth
#supergirl
#globetrotter