আশরাফুল হাবিব মিহির প্রকাশিত: ১০ মে, ২০২৫, ০২:২১ পিএম
গত ২৭ এপ্রিল ২০২৫ রবিবার বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) এর উদ্যোগে “বৈশাখী মেলা ২০২৫” শিরোনামে টেক্সাস ডালাসের গ্রান্ড সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো ১৩তম বেস্ট বৈশাখী মেলা ২০২৫। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা চলবে এই আয়োজনে ডালাস সহ আশেপাশের অঙ্গরাজ্য থেকে বাংলা ভাষাভাষী, সংস্কৃতিমনা, সংগীত পিপাসু বাঙালীর পদচারণায় মুখর হয়ে উঠে ডালাসের গ্রান্ড সেন্টারে আঙ্গিনা। মেলায় সংগীত পরিবেশন করেন ডালাসের জনপ্রিয় সংগীত শিল্পী নওশীন শর্মিলী, নাশিতা তাহসিন খান, নিশাত সুলতানা তুলি ও শাখওয়াত হোসেন জুয়েল। বৈশাখী মেলার মূল আকর্ষন বাংলা রক ব্যান্ডের জগতে অন্যতম জনপ্রিয় ব্যান্ড মাইলস দুই ঘন্টার মতো গান গেয়ে প্রায় আড়াই হাজার দর্শককে মাতিয়ে রাখেন। মাইলস একে এক তাদের জনপ্রিয় গানগুলো – “চাঁদ তারা সূর্য নও তুমি, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি, ধিকি ধিকি আগুন জ্বলে, কি জাদু তোমার চোখে, নীলা” পরিবেশন করেন। ব্যান্ডের গায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য শাফিন আহমেদকে ট্রিবিউট করে “সেই কোন দরদিয়া আমার” গানটি পরিবেশন করে।
উল্লেখ্য, মেলায় ১৬টির মতো মুখরোচক দেশী খাবার আর ৪০টির মতো শাড়ি, সালোয়ার কামিজ, গয়নার স্টল ছিলো। বাংলাদেশী এক্সপ্যাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস (বিইএসটি) ২০১০ থেকে এই আয়োজন করে আসছে, এবারেরটি সহ এটি ছিলো ১৩তম বেঙ্গলী নিউ ইয়ার ফেস্টিভালের আয়োজন। উত্তর আমেরিকার অন্যতম জাঁকজমক বাঙ্গালীর ঐতিহ্যের বেস্ট এর ১৪তম বৈশাখী মেলা ২০২৬-এই মেলা আগামী বছর ২৬ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান । _________________