সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত: ০৯ মে, ২০২৫, ০৩:১০ এএম
নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর উপর গাজীপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে নিউইয়র্ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে রোববার (৪ মে) সন্ধ্যায় আয়োজিত এক সাংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়। খবর ইউএনএ’র। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরে হাসনাত আব্দুল্লাহ’র উপর আক্রমণ দেশের প্রতিটি সাধারণ মানুষের উপর আক্রমণ।
এই হামলা ছিলো পূর্ব পরিকল্পিত, উদ্দেশ্যপ্রনোদিত এবং বিচারহীনতার সংস্কৃতিতে লালিত সন্ত্রাসী ও ফ্যাসিস্ট অপশক্তির নগ্ন প্রকাশ। নেতৃবৃন্দ হাসনাত আব্দুল্লাহর উপর হামলার নিরপেক্ষ তদন্ত এবং হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দ্রæত সাজা কার্যকরের ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্র্বতী সরকারের প্রতি জোর দাবি এবং দেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করারও দাবী জানান। এছাড়াও সকল প্রবাসী বাংলাদেশীদেরকে গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়ের প্রতি অঙ্গীকারাবদ্ধ হয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহŸান জানান। সংবাদ সম্মেলনে সমন্বয়ক আব্দুল কাদের, কাজী মোহাম্মদ হাসান সিদ্দিক ও দীপন গাজী ছাড়াও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট আব্দুস সবুর ও এএসএম রহমতুল্লাহ উপস্থিত ছিলেন।