NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২
Logo
logo

চীনে উচ্চ প্রযুক্তির উৎপাদন সম্প্রসারিত হচ্ছে


আন্তর্জাতিক : প্রকাশিত:  ০৩ মে, ২০২৫, ১১:০৯ এএম

চীনে উচ্চ প্রযুক্তির উৎপাদন সম্প্রসারিত হচ্ছে

 

 

পূর্ববর্তী উৎপাদন খাতের দ্রুত প্রবৃদ্ধি এবং বহি:পরিবেশের তীব্র পরিবর্তনের প্রভাবে এপ্রিল মাসে চীনের উৎপাদন ক্রয় ব্যবস্থাপক সূচক বা পিএমআই ছিল ৪৯ শতাংশ। জাতীয় পরিসংখ্যান ব্যুরো পরিষেবা শিল্প জরিপ কেন্দ্র এবং চায়না ফেডারেশন অফ লজিস্টিকস অ্যান্ড পারচেজিং গতকাল  (বুধবার) এ তথ্য প্রকাশ করেছে।


এপ্রিল মাসে উৎপাদন-সূচক ও নতুন অর্ডার সূচক যথাক্রমে ৪৯.৮ ও ৪৯.২ শতাংশ, যা গত মাসের চেয়ে ২.৮ ও ২.৬ শতাংশ কমেছে। উৎপাদন ও বাজার চাহিদা উভয়ই হ্রাস পেয়েছে। শিল্পের দৃষ্টিকোণ থেকে দেখে, কৃষি ও পার্শ্ববর্তী খাদ্য প্রক্রিয়াকরণ, খাদ্য, মদ, পানীয়, পরিশোধিত চা ও ওষুধ শিল্পের দুটি সূচক সব ৫৩ শতাংশের বেশি। টেক্সটাইল পোশাক, ধাতবপণ্য শিল্পের দুটি সূচক উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এবং সংকটজনক স্তরের নীচে রয়েছে।


উচ্চ প্রযুক্তির উৎপাদন উন্নত হচ্ছে। উচ্চ প্রযুক্তিগত উৎপাদন শিল্পের পিএমআই ছিল ৫১.৫ শতাংশ, যা সামগ্রিক উৎপাদন স্তরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সরঞ্জাম উত্পাদন, ভোগ্যপণ্য ও উচ্চ-শক্তি- ব্যবহারকারী শিল্পের পিএমআই যথাক্রমে ৪৯.৬, ৪৯.৪ ও ৪৭.৭ শতাংশ, যা গত মাসের চেয়ে ২.৪, ০.৬ ও ১.৬ শতাংশ কমেছে।


অপর্যাপ্ত বাজার চাহিদা ও কিছু বাল্ক পণ্যের দামের হ্রাস ইত্যাদি কারণে প্রধান কাঁচামালের ক্রয়মূল্য সূচক ও কারখানার বিক্রয় মূল্যসূচক যথাক্রমে ৪৯ ও ৪৪.৮ শতাংশ, যা গত মাসের চেয়ে ২.৮ ও ৩.১ শতাংশ কমেছে। উৎপাদন শিল্পের সামগ্রিকভাবে দামের স্তর হ্রাস পেয়েছে।
উৎপাদন ও পরিচালনা কার্যকলাপ প্রত্যাশা সূচক শিল ৫২.১ শতাংশ। কিছু শিল্প ও উদ্যোগ তাদের সাম্প্রতিক উন্নয়নের উপর দৃঢ় আস্থা রাখে। এর মধ্যে খাদ্য, মদ, পানীয়, পরিশোধিত চা, রেলওয়ে, জাহাজ, মহাকাশ সরঞ্জাম ইত্যাদি শিল্পের উৎপাদন ও পরিচালনা কার্যকলাপ প্রত্যাশা সূচকশুলো ৫৮ শতাংশের বেশি উচ্চ স্তরে রয়েছে।

সূত্র : তুহিনা-হাশিম-স্বর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।