আকবর হায়দার কিরণ প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৫, ০৭:২৬ পিএম
কবি দাউদ হায়দারকে স্মরণ করে…
কবি তোমার লেখনীতে
- জাকিয়া রহমান
শব্দের আড়ম্বরে সজ্জিত
কবি তোমার হৃদয়ের উতলা বাগান,
সে শব্দের দোল তালে তালে মাতায় মন
আর শব্দের আনাগোনা পরিপূর্ণ হয়ে জন্মায় কবিতা।
প্রানে সত্যের অনুকনা আকুলায়, সত্য প্রকাশে,
তুমি সে অনুকনা জুড়ে জুড়ে লিখে ফেলো
তোমার ভাবাবেগের কথা,
সব অন্যায় উপড়ে ফেলে নতুন কিছু গড়ার কথা।
তাই কবিতা রূপ নেয় মনের সৌরভে-
তোমাকে দেয় উদ্ভিন্ন আকুলতা দৃষ্টিকোণে,
ধরা পড়ে যত সৌন্দর্যের বিকাশ
কিংবা কদর্যতার হেয়তা, ন্যায় অন্যায়ের পরিমাপ।
শব্দে তোমার বুক ফেটে যায়-
দ্রোহে জ্বলে ওঠে কলম,
কন্ঠে উঠে প্রতিবাদের আগুন,
প্রতিবাদের শব্দ এসে তোমার লেখনীতে
ঝরে পড়ে প্রতিবাদের ঝংকারে।
তুমি লিখে চলো তোমার মনের কথা,
তুমি লিখে চলো যত সুন্দরতার সংজ্ঞা,
কিংবা কোন কদর্য মনের প্রতিহিংসার প্রতিচ্ছবি।
তোমার হাতের কলমেই হয় রচিত সংস্কারের প্রতিকার,
তুমি সত্যের জন্য করো চিৎকার,
তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়ে চলো,
তুমি যুদ্ধে নামো অস্ত্রহীন।
সবচেয়ে বড় অস্ত্র তোমার লেখনী!
আর তুমি! নিঃসম্বল!
কিংবা কণ্টক জাল ছুঁড়ে দেয়া হয় তোমার পথে।
কখনো বা তোমার রক্তাক্ত দেহ আশ্রয় নেয় জন্মভূমির বুকে
কিংবা জীবন কাটাও গরাদের অন্তরালে,
কখনো বা নিঃস্ব, বন্ধুহীন পরবাসে…