সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৮:১৭ পিএম
নিউইয়র্ক (ইউএনএ): উত্তর আমেরিকা প্রবাসী কিশোরগঞ্জবাসীদের সামাজিক সংগঠন কিশোরগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশন নর্থ আমেরিকা ইনক’র ঈদ পূনর্মিলনী ও বাংলা নতুন বর্ষবরণ করেছে। এ উপলক্ষ্যে গত ২০ এপ্রিল রোববার জ্যামাইকার মেজ্জান রেষ্টুরেন্টে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। রং বে রং-এর নতুন পোশাক পড়ে বিপুল সংখ্যক প্রবাসী কিশোরগঞ্জবাসী সপরিবারে অংশ নেয়ায় অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো শুভেচ্ছা বিনিময়, আলোচনা, সঙ্গীতানুষ্ঠান, বাঙালী ভোজ প্রভৃতি। খবর ইউএনএ’র। অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ এবাদুল হক। এক্সিকিউটিভ ডাইরেক্টর মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন বোর্ড অব ট্রাষ্টির চেয়ারম্যান এবিএম ওসমান গণি, ভাইস চেয়ারম্যান মফিজুর রহমান দুলাল ও প্রফেসর মিজানুর রহমান, ট্রাষ্টি বোর্ড সদস্য মোহাম্মদ বেলাল হোসেন ও ছাইদুর খান ডিউক, উপদেষ্টা যথাক্রমে আজিজুর নাহার মুকুল, মোহাম্মদ রওশন আলম ও কামরুজ্জামান মুরাদ এবং সংগঠনের ভাইস চেয়ারম্যান জুবায়ের আলম রানা ও কামরুজ্জামান চৌধুরী রুনু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা কিশোরঞ্জবাসীদের নিয়ে ঈদ পূনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেন এবং প্রবাসে নতুন প্রজন্মের মাঝে দেশের শিল্প-সংস্কৃতি আর ঐতিহ্য তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বক্তারা প্রবাসী সকল কিশোরগঞ্জবাসী মিলেমিশে সৌহাদ্য-সম্প্রীতিকে কাজে লাগিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার আহŸান জানান। অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রোকসানা মির্জা ও নাজু আকন্দ সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন।
নানান রকম বাঙালী খাবারে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠান আয়োজনে অন্যান্যের মধ্যে সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, শামীম উদ্দিন নাসের, আলী মোহাম্মদ মাসুদ, রফিকুল ইসলাম মুন্সী, কামাল উদ্দিন, জাহিদুল ইসলাম, মোহাম্মদ মাহফুজুল হক, জাকিয়া খান ডেইজী, মকবুল হোসেন, মাহমুদুল হক টিল, কামরুল ইসলাম চৌধুরী, বিশ্বজিৎ পাল, শিপু সামদানি, পলাশ আহমেদ, জিহাদ ইসলাম, সৈয়দ মোহাম্মদ আতিকুর রহমান, তাহমিনা চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ করিম, কামরুল হুদা চৌধুরী মাসুদ, রিফাত আহমেদ, মাহবুবুর রহমান, জুনাইদ আহমেদ, শাওন আহমেদ, আনোয়ার হোসেন, বোরহান উদ্দিন আহমেদ, ফাহমিদা খান, লুবনা শারমীন মমি, দিলশাদ বেগম পুষ্প, ফারজানা ইসলাম, উষা সামদানি, তানিয়া রফিক, খাদিজা আকুনজী ও এএইচ বাশার।