NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৬, ২০২৫ | ১৩ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

হাসির নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স  বাড়িওয়ালা চরিত্রে মাহবুব দাদাভাই


আকবর হায়দার কিরণ   প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:২১ পিএম

হাসির নাটক ব্যাচেলর প্রো ম্যাক্স  বাড়িওয়ালা চরিত্রে মাহবুব দাদাভাই

খোন্দকার এরফান আলী বিপ্লব:

ঢাকার একজন বাড়িওয়ালা মাহবুব। তিনি ইটিশ পিটিশ চরিত্রের লোক। তাঁকে কেউ আঙ্কেল বললে চটে যান। কিশোরী,তরুণী এমনকি সুন্দরী রমণী দেখলেই তার মন উতলা হয়ে ওঠে । তাদের সংস্পর্শ পেতে ব্যাকুল হয়ে ওঠেন। বাড়ির ভাড়াটিয়া রমনীদের দিকেও তার  কুদৃষ্টি যায়। এসব নিয়ে নিজ স্ত্রীর সাথেও মাঝে মধ্যে দেখা দেয় দাম্পত্য কলহ। শিশু পুত্রও (মাষ্টার তিমন) পিতা মাহবুবের চারিত্রিক অনেক বিষয় জেনে ফেলে । ফলে মাহবুব আতংকে থাকেন  যদি পুত্র তার মায়ের কাছে কিছু বলে দেয়। এজন্য নিজ শিশু পুত্রের নানা আবদার সহ্য করতে থাকেন ও মেনে নেন।

এছাড়াও মধ্যবয়সী মাহবুবকে কেউ আংকেল বললেই বেজার হন । তাঁকে আংকেল এর পরিবর্তে ভাই বলতে বলেন। সেজন্যই তার বাড়ির এক ভাড়াটিয়ার কলেজ পড়ুয়া কিশোরী কন্যা (পাখি) ও মেস  সদস্য কবিন্দ্রনাথ দত্তের (খোন্দকার এরফান বিপ্লব) ওপর মেজাজ দেখান ভাই বলায়। নিজ বাড়ির মেস ম্যানেজার তোতলা কামালের (এস,এ,এম সুমন) কানেও সবকিছু পৌঁছে যায়। মহল্লায়ও তার বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে । যেন ঢাক ঢাক গুড় গুড় ভাব।শেষ পর্যন্ত মামার কাছে বিচার যায় ইত্যাদি ........। তবে এটি বাস্তব মাহবুবের ঘটনা নয় , নাটক "ব্যাচেলর প্রো ম্যাক্স" এ মোহাম্মদ মাহবুব উদ্দিন (মাহবুব দাদাভাই) কে এভাবেই উপস্থাপন করা হয়েছে। বাস্তবেও তিনি ঢাকার মিরপুরের একজন বাড়িওয়ালা। প্রকৃতপক্ষে তিনি সাদা মনের একজন মহৎ মানুষ । স্বনামধন্য অভিনেতা ও সাংবাদিক।

তিনি দীর্ঘদিন যাবত চলচ্চিত্র,নাটক , মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপনচিত্রে অভিনয় করে আসছেন। স্থান করে নিয়েছেন অগণিত দর্শকের হ্নদয়।আর কুড়িয়ে চলেছেন সুখ্যাতি।এবার অভিনয় করলেন "ব্যাচেলর প্রো ম্যাক্স" নামক একটি হাসির নাটকে। একজন বাড়িওয়ালা হয়েও নাটকটিতে বাড়িওয়ালা চরিত্রেই তিনি অভিনয় করেন। এখানেও নিখুঁত অভিনয় শৈলী ও নৈপুণ্যে প্রদর্শন করেন,নজর কারেন দর্শকদের।  সম্প্রতি নাটকটির দুইটি পর্ব ঢাকা মডেল এজেন্সি'র ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে। উন্মুক্তের পরই শুরু হয় দর্শকদের উচ্ছ্বাস ও হইচই। পর্যায়ক্রমে ৩য় পর্বসহ দীর্ঘ ধারাবাহিক নাটকটির সব পর্ব দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা এইচ, এম পিয়াল।

নাটকটি রচনা, পরিচালনা ও প্রযোজনাও করছেন এই জনপ্রিয় নির্মাতা। তবে ডিওপি, শব্দগ্ৰহণ,কালার কারেকশান ও সম্পাদনার কাজ‌‌‌ করছেন ইরকে মানিক। কারিগরি সহযোগিতায় ইভেন্ট এশিয়া ও ম্যাগাজিন পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় পাক্ষিক আনন্দ বিনোদন।  উল্লেখ্য যে, নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এস,এ,এম সুমন, খোন্দকার এরফান বিপ্লব, ইমরান নায়ক,মুন্না অনিক, রিমন সোহেল, সিমান্ত, তানিশা শিলা, জান্নাত, পাখি, সানজানা জ্যোতি ইসলাম, কোয়েল শিলা পাল, মিজানুর রহমান, সোহেল আহমেদ, আনোয়ার হোসেন, মালিহা মিম, কিশোর ডি কস্তা, লিটন মামা, অনিক হোসেন, মিজানুর রহমান জাহাঙ্গীর ও শিশু শিল্পী মাষ্টার তিমনসহ আরো অনেকে।