আকবর হায়দার কিরণ প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:২২ পিএম
প্রায় শতাধিক নিশো ভক্ত কয়েদির পোশাকে মিছিল করে সিনেমা হলে আসেন ‘দাগি’ দেখতে। ছবি: সংগৃহীত প্রায় শতাধিক নিশো ভক্ত কয়েদির পোশাকে মিছিল করে সিনেমা হলে আসেন ‘দাগি’ দেখতে। ছবি: সংগৃহীত সিনেমা মুক্তির ১৯ দিন পেরিয়ে গেলেও সিনেমা হলে ‘দাগি’ নিয়ে দর্শক উন্মাদনা কমেনি। এবার সেই উন্মাদনায় পারদ চড়ালেন আফরান নিশোর ভক্তরা। প্রায় শতাধিক ভক্ত কয়েদির পোশাকে মিছিল করে হলে আসেন সিনেমা দেখতে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে একশোরও বেশি নিশো ভক্ত একসঙ্গে ‘দাগি’ সিনেমা দেখেন। এর আগে সিনেমাটির ব্যানার হাতে র্যালি নিয়ে এসকেএস টাওয়ারে প্রবেশ করেন ভক্তরা। এ সময় তাদের পরনে ছিল কয়েদির বেশে ‘দাগি’ সিনেমার পোস্টারের টি-শার্ট। ভক্তদের এমন আয়োজনে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম। ভক্তদের উৎসাহ দিতে তাদের সঙ্গে সিনেমা হলে হাজির হন ‘দাগি’ টিম।
এই বিষয়ে পরিচালক শিহাব শাহীন বলেন, ‘নিশো ভক্তদের মাঝে ‘দাগি’ সিনেমা নিয়ে অন্যরকম উন্মাদনা বিরাজ করছে, যার কারণে তারা এমন একটা আয়োজন করেছেন। তাদেরকে উৎসাহ দিতে তাদের সঙ্গী হয়েছি।’ ‘দাগি’ সিনেমায় আফরান নিশো ছাড়া আরও অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।