আকবর হায়দার কিরণ প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ১০:১৬ পিএম
সরকারি নির্দেশনা না মেনে বিশ্বের খ্যাতিমান শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ২২০ কোটি ডলার অর্থ সাহায্য বন্ধ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। বিশ্বজুড়ে এই নিয়ে বিতর্ক শুরু হতেই আরও একধাপ এগিয়ে হার্ভার্ডকে নজিরবিহীন আক্রমণ করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে বিশ্ববিদ্যালয়টি যে করছাড় সুবিধা পেয়ে আসছে তাও বন্ধ করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে বলেন, এটা বামপন্থীদের আখড়া, জায়গাটা হাস্যকর। শিক্ষার জন্য ভাল জায়গা নয়।
ট্রাম্প বলেন, ‘সবাই জানে হার্ভার্ড পথ হারিয়েছে।’ এই বিশ্ববিদ্যালয়ের উপর বামপন্থীদের প্রভাব নিয়ে সোচ্চার হন রিপাবলিকানপন্থি প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘হার্ভার্ড সবসময় উগ্র বামপন্থী, বোকা এবং পাখির মস্তিষ্ক লোকেদের নিয়োগ করেছে। যারা ছাত্রদের এবং তথাকথিত ভবিষ্যতের নেতাদের কেবল ব্যর্থতার শিক্ষা দিয়েছে। সেই বামপন্থী মাদকাসক্তরা আবার হার্ভার্ডে শিক্ষকতা করছেন। সেই কারণেই হার্ভার্ডকে আর শিক্ষার জন্য ভালো জায়গা বলা যায় না। পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোর মধ্যেও পড়ে না। এখানেই না থেমে ট্রাম্প বলেন, ‘হার্ভার্ডে ঘৃণা এবং বোকামি শেখানো হয়। কেন্দ্রীয় অর্থ সাহায্যের যোগ্য নয়’। —বিবিসি ও আল জাজিরা