আকবর হায়দার কিরণ প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ১০:২৫ পিএম
এম আব্দুর রাজ্জাক,বগুড়া থেকে :
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উৎসব পালন হল। এউপলক্ষে বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও জেলা বিএনপির বর্ণাঢ্য কর্মসূচিতে শহরজুড়ে মিলনমেলায় পরিনত হয়। তারুণ্যের উৎসব আয়োজন করে জেলা ছাত্রদল। (১৪ এপ্রিল সোমবার )সকালে জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা। পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বগুড়া পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় গ্রামীণ ঐতিহ্য, জাতীয় ফুল, ফল ও প্রাণীর প্রতিকৃতি নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন। শহরের সাতমাথায় দিন বদলের মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এদিন দুপুর ১২ টায় শহরে বৈশাখী শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। তারুণ্যের উৎসবে শহরজুড়ে সাড়া ফেলে জেলা ছাত্রদল। বর্ষবরণ শোভাযাত্রায় অসংখ্য শিক্ষার্থী অংশ নেয়। নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ। বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারেও উৎসবে মেতে ওঠে তারুণ্য। শহরের পৌর পার্কে জেলা জাসাসের সাতদিন ব্যাপি বৈশাখী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, আলী আজগর হেনা, এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাশার, তাহা উদ্দিন নাহিন, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা কৃষকদল আহবায়ক এনামুল হক সুমন, সদস্য সচিব সাইফুল ইসলাম রনি, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ।