সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৪১ পিএম
নিউইয়র্ক (ইউএনএ): নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আজিম ও মোহাম্মদ আলীর প্রতিষ্ঠান ‘এম্পায়ার কেয়ার এজেন্সি’র উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ মার্চ রোববার সিটির উডসাইডস্থ গুলশান ট্যারেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নূরুল আজিম তার স্বাগত বক্তব্যে অতিথিদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তার প্রতিষ্ঠানের সফলতায় সবার দোয়া কামনা এবং আসছে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের বিশেস দোয়া পরিচালনা করেন জামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ। খবর ইউএনএ’র। অনুষ্ঠানে নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীওম্যান এবং আসন্ন নির্বাচনে ষ্টেট সিনেটর পদপ্রার্থী জেনিফার রাজকুমার ও সিটি মেয়র অফিসের প্রধান প্রশাসনিক কর্মকর্তা মীর বাসার ছাড়াও কমিউনিটির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরন, টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকার সিইও আবু তাহের, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর নির্বাহী সম্পাদক লাবলু আনসার, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রবীণ প্রবাসী নাসির খান পল, বীর মুক্তিযোদ্ধা আজহারুল হক মিলন,
জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহনাওয়াজ, টাইম টিভর পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু, টিবিএন২৪-এর ভাইস প্রেসিডেন্ট এএমএফ মিসবাহউজ্জামান, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ফাহাদ সোলাইমান, আহসান হাবীব, ফখরুল ইসলাম দেলোয়ার, রাব্বী সৈয়দ উপস্থিত ছিলেন। এছাড়াও কয়েকজন আমেরিকান অতিথি সহ প্রবাসের শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল। অনুষ্ঠানে জেনিফার রাজকুমার তার বক্তব্যে আগামী নির্বাচনে তিনি জয়ী হলে ঈদ উপলক্ষে সিটির স্কুলগুলো বন্ধ রাখার ব্যাপারে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রæতি দেন। শাহ নেওয়াজ বলেন, এ ধরনের অনুষ্ঠানের ফলে কমিউনিটি একতাবদ্ধ ও এর ভীত মজবুত হয়। সবাই মিলে ঐক্যবদ্ধ আর শক্তিশালী কমিউনিটি গড়ায় তিনি আশাবাদ ব্যক্ত করেন।