NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

চীন কিরগিজস্তানের সাথে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখবে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:১২ এএম

চীন কিরগিজস্তানের সাথে বাণিজ্য-বিনিয়োগ সহযোগিতা অব্যাহত রাখবে

 

 


চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত বুধবার সকালে বেইজিংয়ে মহাগণভবনে কিরগিজ প্রেসিডেন্ট সাদির জাপারভের সঙ্গে বৈঠক করেছেন।

আলোচনায় সি চিন পিং জানান যে, চীন, কিরগিজস্তানের জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নের পথ গ্রহণকে সমর্থন করে এবং কিরগিজস্তানের সাথে সমন্বিত উন্নয়ন কৌশল আরও গভীর করতে, রাষ্ট্রীয় শাসনে অভিজ্ঞতা বিনিময় সম্প্রসারণ করতে, সর্বাত্মক পারস্পরিক উপকারী সহযোগিতাকে উৎসাহিত করতে, দু’দেশের সাধারণ স্বার্থ রক্ষার জন্য একসাথে কাজ করতে এবং একটি অভিন্ন লক্ষ্যের চীন-কিরগিজস্তান কমিউনিটি নির্মাণে উৎসাহিত করতে ইচ্ছুক।


সি চিন পিং প্রথমে বসন্ত উৎসব উপলক্ষে সাদির জাপারভের চীন সফরকে স্বাগত জানান এবং চীন-কিরগিজস্তান সম্পর্কের উন্নয়নের প্রশংসা করেন।

সি চিন পিং জোর দিয়ে বলেন যে, উভয় পক্ষেরই নতুন ধারণা অন্বেষণ অব্যাহত রাখা উচিত, ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র আওতায় উচ্চমানের যৌথ নির্মাণকে প্রধান্য দেওয়া উচিত এবং পারস্পরিক উপকারী সহযোগিতার ধারাবাহিক গভীরতা বৃদ্ধি করা উচিত। চীন অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ অব্যাহত রাখতে, কিরগিজস্তান থেকে আরও উচ্চমানের পণ্য আমদানি করতে, সেদেশে আরও বেশি চীনা কোম্পানিকে বিনিয়োগ ও ব্যবসা করার জন্য সহায়তা করতে ইচ্ছুক এবং আশা করে যে কিরগিজস্তান কার্যকরভাবে চীনা বিনিয়োগকারীদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করবে।

আমরা যোগাযোগের স্তর ব্যাপকভাবে উন্নত করব, উচ্চমানের সাথে চীন- কিরগিজস্তান- উজবেকিস্তান রেলপথ নির্মাণ করব, একই সাথে বিদ্যমান বন্দরগুলোর আধুনিকীকরণকে এগিয়ে নেব, আরও যাত্রী এবং পণ্যবাহী বিমান চালু করব এবং দুই দেশের মধ্যে কর্মী বিনিময় এবং পণ্য পরিবহনের জন্য আরও সুবিধা প্রদান করব। 


নতুন প্রবৃদ্ধির ক্ষেত্র তৈরি করতে সীমান্তবর্তী ই-কমার্স, বিগডেটা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন উৎপাদনশীল ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণ করবো। উভয়পক্ষের উচিত চীনা সাংস্কৃতিক কেন্দ্র, লু বান ওয়ার্কশপ এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠানগুলোকে ভালোভাবে পরিচালনা করা, স্থানীয় বিনিময় জোরদার করা এবং চীন-কিরগিজস্তানের বন্ধুত্বের প্রতি নিবেদিতপ্রাণ আরও শক্তি গড়ে তোলা। চীন-মধ্য এশিয়া ব্যবস্থায় সহযোগিতার স্তর বৃদ্ধি, সাংহাই সহযোগিতা সংস্থাকে আরও বাস্তবসম্মত ও শক্তিশালী করে তোলা, জাতিসংঘের মূলে আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা, বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক সভ্যতা উদ্যোগ বাস্তবায়ন এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলার জন্য একসাথে কাজ করার জন্য কিরগিজস্তানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।

সাদির জাপারভ বলেন যে, নতুন বছরের শুরুতে চীন সফর করতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি রাষ্ট্রপতি সি চিনপিং এবং চীনা জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানাতে চান এবং চীনে নবম এশিয়ান শীতকালীন গেমসের সফল আয়োজন কামনা করেন। কিরগিজস্তান এবং চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক এক নতুন স্তরে উন্নীত হয়েছে। চীন কিরগিজস্তানের নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার। দু’দেশের সমস্ত বিভাগ এবং অঞ্চল ঘনিষ্ঠ সহযোগিতা চালিয়েছে এবং ভালো ফলাফল অর্জন করেছে। তাইওয়ান, সিনচিয়াং এবং হংকং সম্পর্কিত বিষয়গুলোতে কিরগিজস্তান দৃঢ়ভাবে চীনকে সমর্থন করে যাবে। কিরগিজস্তান, চীনের সাথে অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে আরও সাফল্য অর্জনের জন্য চীনের সাথে কাজ করতে ইচ্ছুক, যৌথভাবে উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র আওতায় নির্মাণ, চীন-কিরগিজস্তান-উজবেকিস্তান রেলওয়ে, ‘আয়রন সিল্ক রোড’ নির্মাণ এবং শিল্প, বিনিয়োগ, বাণিজ্য, পরিবহন, ই-কমার্স, শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করতে ইচ্ছুক। আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির জটিল পরিবর্তনের মুখোমুখি হয়ে, কিরগিজস্তান সাংহাই সহযোগিতা সংস্থা এবং চীন-মধ্য এশিয়া প্রক্রিয়ার বৃহত্তর উন্নয়নকে উৎসাহিত করতে, তিনটি প্রধান বৈশ্বিক উদ্যোগ সক্রিয়ভাবে বাস্তবায়ন করতে এবং যৌথভাবে আঞ্চলিক ও বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে চীনের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে ইচ্ছুক।

আলোচনার পর, দুই রাষ্ট্রপ্রধান যৌথভাবে ‘নতুন যুগে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব গভীরতর করার বিষয়ে গণপ্রজাতন্ত্রী চীন এবং কিরগিজ প্রজাতন্ত্রের যৌথ বিবৃতি’ স্বাক্ষর করেন এবং ‘বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে’র আওতায় যৌথ নির্মাণের জন্য সহযোগিতা পরিকল্পনা এবং কূটনীতি, অর্থনীতি ও বাণিজ্য, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে বেশ কয়েকটি সহযোগিতা দলিল স্বাক্ষর প্রত্যক্ষ করেন।

সূত্র : স্বর্ণা-হাশিম-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।