NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo
বাংলাদেশী সহ অভিবাসীদের পক্ষে থাকার অঙ্গীকার কংগ্রেসওম্যান  ওকাসিও’র

বর্ণাঢ্য আয়োজনে বাংলা পত্রিকা’র ২৮ ও টাইম টিভি’র ১০ম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:১২ এএম

বর্ণাঢ্য আয়োজনে বাংলা পত্রিকা’র ২৮ ও টাইম টিভি’র ১০ম  প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 নিউইয়র্ক (ইউএনএ): বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হলো নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ২৮ বছর পূর্তী এবং টাইম টেলিভিশনের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে লাখো দর্শক-শ্রোতার নিরন্তর ভালোবাসায় আবারো সিক্ত হলো উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশন। পাশাপাশি উত্তর আমেরিকায় বাংলাদেশী কমিউনিটি মুখপত্র হিসেবে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র অবদানও অনস্বীকার্য। মিডিয়া দু’টির বর্ষপূর্তী অনুষ্ঠানে আগত অতিথি ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা এমন মন্তব্য করেন। নিউইয়র্ক সিটিস্থ বিশালবহুল এস্টোরিয়া ওয়ার্ল্ড ম্যানোরে দু’দিনব্যাপী (২৪-২৫ জানুয়ারী) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, গেলো সেপ্টেম্বর মাসে টাইম টেলিভিশন ১০ বছর পেরিয়ে ১১ বছরে আর বাংলা পত্রিকা ২৮ বছর পেরিয়ে ২৯ বছরে পদার্পন করেছে। খবর ইউএনএ’র। ইউএস কংগ্রেস সদস্য, নিউইয়র্ক ষ্টেট সিনেটর, অ্যাসেম্বলীম্যান, সিটি কাউন্সিল সদস্য ছাড়াও প্রবাসে বসবাসকারী বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির বিভিন্ন মিডিয়ার সম্পাদক, সাংবাদিক আর প্রতিষ্ঠিত পেশাজীবি ও ব্যবসায়ী সহ সব শ্রেণী- পেশার মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি মূলধারার সাথে বাংলাদেশী কমিউনিটির মিলনমেলায় পরিণত হয়। এছাড়াও অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলো আমেরিকান বাংলাদেশী নতুন জেনারেশন। অনুষ্ঠানে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ তার বক্তব্যে যুক্তরাষ্ট্রে চলমান ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন নীতির সমালোচনা করেন এবং বাংলাদেশী কমিউনিটি সহ অভিবাসীদের জন্য কাজ করার অঙ্গীকার পূনর্ব্যক্ত করেন। প্রথম দিন: প্রতিষ্ঠাবার্ষিকীর দু’দিনের অনুষ্ঠানের প্রথমদিন ২৪ জানুয়ারী শুক্রবার ছিলো মূলত: টাইম টিভি’র দর্শক-শ্রোতা আর বাংলা পত্রিকা’র পাঠকদের জন্য উৎসর্গকৃত। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এদিনের কর্মকান্ডের মধ্যে ছিলো টাইম টিভি থিম সং ও ডকুমেন্টারী উপস্থাপন, কেক কাটা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের শুভেচ্ছা বক্তব্য, টাইম টিভি-বাংলা  পত্রিকা’র সম্মাণনা প্রদান, সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজ। প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানে যোগ দেন এবং উপভোগ করেন। বিকাল ৫টা থেকে একে অপরকে জানা ও ককটেইল পার্টি, সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত, টাইম টিভি থিম সং এবং টাইম টিভি’র ডকুমেন্টারি প্রদর্শন। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের।এরপর আমন্ত্রিত অতিথি ফ্লোরিডার কুইক মানি সার্ভিসেস ইনক’র প্রেসিডেন্ট এন্ড সিইও মোহাম্মদ মনির হোসেন এবং আরেক অতিথি ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক মোহাম্মদ দীনাজ খান সহ অন্যান্য অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন আবু তাহের। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন মর্টগেজ ব্যাংকার জান ফাহিম (এনএমএলএস # ২১৮১২)। মেন্টাল হেলথ বিষয়ে বিশেষ আলোচনায় অংশ নেন আনোয়ারা আনা এবং টাইম টেলিভিশন-এর এডুকেটর এন্ড ফাউন্ডার হেড অব প্রোগ্রাম মেরি জোবায়দা।

এদিকে অনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরুর আগেই ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের হাতে সম্মানণা প্রদান করেন। এসময় টাইম টিভি’র অন্যতম পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাত ৯টায় টাইম টেলিভিশনের জনপ্রিয় ও দর্শক নন্দিত ‘লাইভ শো-টাইম এক্সক্লুসিভ’ অনুষ্ঠান ব্যতিক্রমী আয়োজনে সরাসরি সম্প্রচার করা হয়। এসময় এই অনুষ্ঠানের সঞ্চালক আবু তাহের পরিচালনায় নিজের অভিজ্ঞতা এবং প্রতিদিনের মতো নিউজ আপডেট তুলে ধরেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান। পরবর্তীতে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানের অতিথিদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, ডা. মাসুদ রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ সোলায়মান ভূইয়া, মূলধারার রাজনীতিক অ্যাসাল-এর ন্যাশলনাল প্রেসিডেন্ট মাফ মিসবাউদ্দিন, ফার্মাসিস্ট শাহাব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আখতারুল আলম, বিশিষ্ট সাংবাদিক মনির হায়দার, কমিউনিটি আক্টিভিষ্ট বেদারুল ইসলাম বাদলা ও আব্দুস শহীদ, সোসাইটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার, পার্কচেষ্টার রিয়াল এস্টেট-এর কর্ণধার সালে উদ্দিন সাল, স্যান্ড একাউনটেন্ট-এর সিইও মিয়া মোহাম্মদ আবজাল, কমিউনিটি  বোর্ড মেম্বার ও বাংলাদেশী আমেরিকান সোসাইটির সাধারণ সম্পাদক আমিন মেহেদী, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সহ সভাপতি ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ উদ্দিন, কমিউনিটি বোর্ড মেম্বার শাহজাহান শেখ, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সৈয়দ এনায়েত আলী, কায়েস, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক পারভেজ সাজ্জাদ, ফরিদা ইয়াসমীন প্রমুখ। অনুষ্ঠানে কমিউনিটির সেবায় টাইম টিভি ও বাংলা পত্রিকার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে টাইম টিভি’র প্রতিদিনের জনপ্রিয় লাইভ অনুষ্ঠন ‘টাইম এক্সক্লুসিভ’ অনুষ্ঠানের বিশেষ প্রশংসা করেন। পরবর্তীতে কমিউনিটিতে অবদান রাখার জন্য কমিউনিটির বিশিষ্টজনদের হাতে টাইম টেলিভিশনের পক্ষ থেকে সম্মানণা সার্টিকেট তুলে দেন আবু তাহের। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো সঙ্গীতানুষ্ঠান ও নৈশভোজ। রাত ১০ টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এই পর্ব। এতে বাংলাদেশে প্রখ্যাত পল্লী সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের কন্যা জোহরা আলীম সহ প্রবাসের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। উল্লেখ্য, প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অনুষ্ঠানটি উপভোগ করেন। দ্বিতীয় দিন: অনুষ্ঠানের দ্বিতীয় দিন (২৫ জানুয়ারী) নির্ধারিত সময়ের আগেই পূর্ণ হয়ে যায় ছয় শতাধিক আসন বিশিষ্ট এস্টোরিয়া ম্যানোরের মূল ভেন্যু। এদিনও অনুষ্ঠানের কর্মকান্ডের মধ্যে ছিলো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন, টাইম টিভি থিম সং ও ডকুমেন্টারী উপস্থাপন, কেক কাটা, আমন্ত্রিত অতিথিদের বক্তব্য, টাইম টিভি-বাংলা পত্রিকা অ্যাওয়ার্ড প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনার। উভয় দিন উপস্থিত গণমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মিডিয়া দু’টির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টিভি’র সিইও আবু তাহের। এদিন কেক কাটার আগে রেড রিবন কেটে বর্ষপূর্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফ্লোরিডার বিশিষ্ট ব্যবসায়ী ও কুইক মানি সার্ভিসে ইনক’র সিইও মনির হোসেন। এর আগে উদ্বোধনী নৃত্য পরিবেশন করে বাপা’র শিল্পীরা। জনাব আবু তাহেরের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরুর পর বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের আলোচিত কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ, ষ্টেট সিনেটর জন সি লু, লুইস সেপুলভেদা ও জেসিকা রামোস, ষ্টেট অ্যাসেম্বীম্যান জোহরান মামদানী। অনুষ্ঠানে কি-নোট বক্তব্য তুলে ধরেন প্যারামাউন্টের  গেøাবালের ইন্টারন্যাশনাল ব্রান্ড মাকেংটিংয়ের সিনিয়র ডিরেক্টর কারিশমা রহমান আজমাত। এছাড়াও নির্ধারিত আলোচকদের মধ্যে ভার্জিনিয়ার ৩৭ ষ্টেট সিনেটের সদস্য সাদ্দাম আজলান সেলিম, মিশিগানের হ্যামট্রামিক সিটি কাউন্সিলের সাবেক সদস্য, ডেমোক্র্যাটিক লীডার কাজী মিয়া, নাসা’য় কর্মরত বাংলাদেশী- আমেরিকান রিফাত তাহসীন, হার্ডভার্ড বেঙ্গলী ক্লাবের প্রেসিডেন্ট নামিরা মেহেদী, ইয়ং স্পীকার সাহলা তাহের ও নাবিল এইচ মুহিব বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও কলামিস্ট হাসান ফেরদৌস, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, আমেরিকান ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের ডিরেক্টর এটর্নী মঈন চৌধুরী, লং আইল্যান্ড সিটি কেমিস্ট’র কর্ণধার ফামাসিস্ট শাহাব আহমেদ, গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলেক্স কাউন্টস, আরমান চৌধুরী সিইএ, মামুনস টিউটোরিয়াল-এর কর্ণধার শেখ আল মামুন, টাইম টেলিভিশনের এডুকেটর ও প্রতিষ্ঠাকালীন হেড অব প্রোগ্রাম মেরি জোবায়দা প্রমুখ। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন টাইম টিভি’র পরিচালক সৈয়দ ইলিয়াস খসরু।

আবু তাহের তার স্বাগত বক্তব্যে কমিউনিটি বিনির্মাণে সাপ্তাহিক বাংলা পত্রিকা’র অবদান আর টাইম টেলিভিশনের এক দশকের পথচলার পাশাপাশি, আগামী দিনের পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তারা উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটির কল্যাণ, সেবা ও প্রসারে বাংলা পত্রিকা ও টাইম টিভি’র ভূমিকার প্রশংসা করেন। এছাড়াও বক্তারা অতীতের মতো আগামী দিনেও বাংলা পত্রিকা ও টাইম টিভি’র পাশে থাকা এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের এক পর্যায়ে টাইম টেলিভিশনের বক্স উন্মোচন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শাহ নেওয়াজ গ্রæপের সিইও শাহ নেওয়াজ। এসময় তিনি টাইম টেলিভিশনের সংবাদ ও অনুষ্ঠানের ভূয়সী প্রশংসার পাশাপাশি কমিউনিটিতে বাংলা পত্রিকা’র অসামান্য অবদানের কথা তুলে ধরেন। সব শেষে ছিলো মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কন্ঠশিল্পী লায়লা ও রেশমী মির্জা সঙ্গীত পরিবেশন করেন।  দু’দিনের সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়া।