চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হ্যাকিং অস্ত্র নিয়ে বিশ্লেষণ প্রতিবেদন প্রকাশিত
শুয়েই ফেই ফেই,বেইজিং
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ পিএম

আন্তর্জাতিক:
চীনের রাষ্ট্রীয় কম্পিউটার ভাইরাস আকস্মিক মোকাবিলা কেন্দ্র ১৩ সেপ্টেম্বর ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো এনএসএ’র ইন্টারনেট অস্ত্র ‘সাকশেনচার’ বিশ্লেষণ প্রতিবেদন’ প্রকাশ করেছে।
সম্প্রতি চীনের নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটি বিদেশের সাইবার আক্রমণের শিকার হয়েছে, চীনের রাষ্ট্রীয় কম্পিউটার ভাইরাস আকস্মিক মোকাবিলা কেন্দ্র এ বিষয়ে তদন্ত করে খুঁজে পেয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক সার্ভারে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরো অর্থাৎ এনএসএ’র হ্যাকারদের অস্ত্র ‘সাকশেনচার’ আছে।
বিশ্লেষণের পর জানা যায়, এই হ্যাকার অস্ত্রের প্রধান ফাংশন হল নির্ধারিত লক্ষ্যবস্তুর হোস্টে রিমোট অ্যাক্সেসের মাধ্যমে অ্যাকাউন্ট ও পাসওয়ার্ড চুরি করা।
বিশ্লেষণ থেকে জানা যায়, ‘সাকশেনচার’ শুধু ইউজারের অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড চুরি করে না যায় তা নয় বরং আক্রমণকারী যে তথ্য পেতে চায়, সেসব তথ্য চুরি করতে সক্ষম। এটি খুব শক্তিশালী এক নেটওয়ার্ক অস্ত্র।
এ ছাড়া প্রযুক্তি দল বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য সংস্থার নেটওয়ার্কে ‘সাকশেনচার’ আক্রমণের চিহ্ন পেয়েছে। যা খুব সম্ভবত যুক্তরাষ্ট্রের এনএসএ’র আওতাধীন বিশেষ আক্রমণ কার্যক্রম কার্যালয় অর্থাৎ ‘সাকশেনচার’ দিয়ে ব্যাপক আকারের সাইবার হামলার প্রমাণ।
এই সম্বন্ধে চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে চীনের বিরুদ্ধে সাইবার আক্রমণ বন্ধ করা এবং দায়িত্বশীল মনোভাব নিয়ে অভিযোগের ব্যাখ্যা দেওয়ার তাগিদ দিয়েছে।
মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে চীনের এই অবস্থান ব্যাখ্যা করেছেন।
তিনি বলেন, এই প্রতিবেদনে চীনের বিরুদ্ধে মার্কিন হ্যাকিংয়ের বিস্তারিত তথ্য ও প্রমাণ পাওয়া যায়। চীন ইতোমধ্যে বিভিন্ন পদ্ধতিতে যুক্তরাষ্ট্রকে চীনের বিরুদ্ধে সাইবার আক্রমণ বন্ধ করা এবং সঠিক ব্যাখ্যা দিতে বলেছে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কোনো জবাব দেয় নি।
তিনি জোর দিয়ে বলেন, মার্কিন আচরণ চীনা সংস্থার প্রযুক্তিগত গোপনীয়তা হরণ করেছে। চীনের গুরুত্বপূর্ণ অবকাঠামো নিরাপত্তা সংস্থা এবং ব্যক্তিগত তথ্য নিরাপত্তার ক্ষতি করেছে। সূত্র:সিএমজি