Classified
English Version
খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:১২ এএম
ভুলে গেছো, মনে আছে শুধু
ভুলে গেছো তুমি
কবে যে প্রথম চেয়েছিলে এই মুখে
এলোমেলো হয়ে গিয়েছিলো সব
ধ্যানে জ্ঞানে ছিলো এ আমারি স্তব
দারুচিনি দ্বীপ জেগে উঠেছিলো
অকূল সাগর বুকে।
কবে যে প্রথম পিছু নিয়েছিলে ধেয়ে
দিনরাত শুধু বিরহীর মতো
বয়ে নিয়ে ব্যাথা যন্ত্রণা কতো
গীতবিতানের প্রেম পর্যায়ে
গানগুলো যেতে গেয়ে।
কবে যে প্রথম কেঁপে উঠেছিলে স্পর্শে
আলতো হাতের মৃদু ছোঁয়া পেয়ে
অনুভবে যেনো শিরদাঁড়া বেয়ে
কি যে বয়ে গেলো সুখশিহরণে
রোমাঞ্চ অভিকর্ষে।
কবে যে প্রথম নিবিড় আলিঙ্গনে
আষ্টেপৃষ্ঠে বেঁধে নিয়ে ছিলে
ছেড়ে না যাওয়ার কথা দিয়েছিলে
জ্যোৎস্না মাতাল রাতজাগা সুখ
ভ’রে ছিলো দু’টি মনে।
মনে আছে শুধু
বাধ্য করা আমার অবাধ্যতা
তোমার স্বরে স্বর উঁচিয়ে সত্য বলা কথা।
রাগের মাথায় রাগ ক’রে চ’লে আসা
অভিমানী বুকে মুখে চ’লে আসা একটু ঝাঁঝালো ভাষা।
ভুলে করা ভুল, বেখেয়ালে করা কাজ
কবে কার কথা অযথাই টেনে হুল ফোঁটাচ্ছো আজ।
ছোট ছোট চাওয়া, না পাওয়ায় মৃদু ক্ষোভ
কিছু কিছু দাবি, কিছু মানবীয় লোভ।
শাখার বৃন্তে নাজুক কাঁটার ঘায়ে
একটু আঁচড় লেগেছিলো কবে গায়ে।
গোলাপও যে ছিলো পাঁপড়ির শোভা মেলে
মোহনীয় রূপে প্রেয়সী গন্ধ ঢেলে॥