NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, মে ৩, ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

জি-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং


আন্তর্জাতিক: প্রকাশিত:  ০১ মে, ২০২৫, ০৫:২১ এএম

জি-২০ সম্মেলনে যোগ দিতে ব্রাজিল পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং

 

 

 

গত রোববার বিকেলে বিশেষ বিমানে রিও ডি জেনিরোতে পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। জি টোয়েন্টি নেতৃবৃন্দের ১৯তম শীর্ষসম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি ব্রাজিল সফর করেন তিনি।

 

 

বিমানবন্দরে দেওয়া বক্তৃতায় ব্রাজিলের সরকার ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন সি। তিনি বলেন, চতুর্থ বারের মতো ব্রাজিল সফর করেছেন তিনি এবং গত ৩০ বছরে দেশটির উন্নয়ন ও পরিবর্তন অনুভব করেছেন। এবার সফরে ব্রাজিলের আন্তরিকতা তাঁর জন্য  বেশ প্রীতিকর। চীন ও ব্রাজিল ঘনিষ্ঠ বন্ধু ও ভালো অংশীদার। বিশ্বের দুটি বড় উন্নয়নশীল দেশ হিসেবে চীন ও ব্রাজিলের ভোগৌলিক অবস্থানে দূরত্ব থাকলেও দেশ দু’টি পরস্পরকে সমর্থন দেয়। 

 

সাম্প্রতিক বছরগুলোতে দু’দেশের রাজনৈতিক আস্থা দিন দিন বেড়েছে এবং বাস্তব সহযোগিতাও সাফল্যমণ্ডিত হয়েছে। মানব ও সাংস্কৃতিক সহযোগিতার বহুমুখী উন্নতি হয়েছে, ঐতিহ্যিক মৈত্রীও প্রাণবন্ত, আন্তর্জাতিক সমাজে ‘গ্লোবল সাউথে’র প্রতিনিধিত্ব করে ন্যায়সঙ্গত কণ্ঠস্বর দিয়েছে এবং বিশ্বের শান্তি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

 

 

সি জোর দিয়ে বলেন যে, চলতি বছর দু’দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী। এ গুরুত্বপূর্ণ সময় প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, দু’দেশের কৌশলগত যোগাযোগ এবং অভিন্ন স্বার্থ জড়িত আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মত বিনিময় করবেন সি। এবার সফরের মাধ্যমে দু’পক্ষের বিভিন্ন খাতের আদান-প্রদান ও সহযোগিতা আরো গভীরতর হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন সোনালি পর্ব বয়ে আনবে।

 

 

জি টোয়েন্টি নেতৃবৃন্দের ১৯তম শীর্ষসম্মেলন নিয়ে সি বলেন, বিভিন্ন পক্ষের সাথে যৌথ উন্নয়ন নিয়ে পরামর্শ করবেন, সমান ও সুশৃঙ্খল বিশ্বের বহুমুখীকরণ, সহনশীল ও অন্তর্ভুক্তির অর্থনীতির বিশ্বায়ন বাস্তবায়নে প্রচেষ্টা চালাবেন, যাতে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতায় জি টোয়েন্টির আরো বেশি ভুমিকা পালন করতে পারে।

 

সূত্র:সুবর্ণা-হাশিম-রুবি, চায়না মিডিয়া গ্রুপ।