খবর প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:৫১ এএম
এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে : বগুড়ার,আদমদিঘী উপজেলার, ছাতিয়ানগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত(১৮ নভেম্বর সোমবার ) বিকাল ৩ টায়, " মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও আন্ত: শ্রেণি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারের বিষয় ছিল " যুব সমাজ, অবক্ষয়ের প্রধান কারণ মাদক "। এ অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ছাতিয়ানগ্রাম দ্বি -মুখী উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রুমানা আফরোজ। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মাহমুদা সুলতানা। এ অনুষ্ঠানে প্রতিযোগিতা বিচারক মন্ডলী হিসাবে উপস্থিত ছিলেন, আসলাম আলী মন্ডল মাদকদ্রব্য অধিদপ্তর বগুড়া সান্তাহার সার্কেল, জাহিদুল ইসলাম একাডেমিক সুপারভাইজার আদমদীঘি, ইসহাক আলি প্রধান শিক্ষক এবং প্রদীপ চন্দ্র বসাক সহকারি শিক্ষক। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন আব্দুল আলিম সহকারী প্রধান শিক্ষক ছাতিয়ানগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। মাদকবিরোধী বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পক্ষ-৩ জন এবং বিপক্ষ ৩ জন। সবশেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দের মাঝে ট্রফি প্রদান করা হয়। এছাড়াও আন্তঃশ্রেণী সাংস্কৃতিক বাংলাদেশ স্কাউট ছাতিয়ানগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ইউনিট কর্তৃক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়।