NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

চীনা আমদানি মেলার আয়তন ৩.৬ লাখ বর্গমিটার ছাড়িয়ে যাবে


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৫০ পিএম

চীনা আমদানি মেলার আয়তন ৩.৬ লাখ বর্গমিটার ছাড়িয়ে যাবে

 

 

সপ্তম চীন আন্তর্জাতিক আমদানি মেলা- সিআইআইই আগামী ৫ থেকে ১০ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রদর্শনী ও কনভেনশন সেন্টার এনইসিসিতে (শাংহাই)অনুষ্ঠিত হবে। সিআইআইই ব্যুরোর সূত্রে জানা গেছে, চলতি বছর প্রদর্শনীর আয়তন ৩.৬ লাখ বর্গমিটার ছাড়িয়ে যাবে। ছ’টি প্রদর্শনী অঞ্চলের অন্যতম হিসেবে প্রযুক্তিগত সরঞ্জাম প্রদর্শনী এলাকা নতুনমানের উৎপদান শক্তিকে ফোকাস করে, হাই-এন্ড সরঞ্জাম সংগ্রহ করে, অগ্রণী প্রযুক্তি প্রদর্শন করে, প্রথমবারের মতো নতুন উপাদান বিশেষ এলাকা স্থাপন করে, নতুন উপাদন ক্ষেত্রের সৃজনশীল উন্নয়ন বেগবান করার আন্তর্জাতিক বিনিময় প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হবে।

টেকসই উন্নয়নের গুরত্বপূর্ণ অংশ হিসাবে, জ্বালানি রূপান্তর হলো কার্বন নিরপেক্ষ লক্ষ্যবস্তু বাস্তবায়নের গুরুত্বপূর্ণ পথ। এবারের সিআইআইই’তে হানিওয়েল শিল্প ও নবোদিত শিল্প ক্ষেত্রের বেশ কয়েকটি নিম্ন-কার্বন প্রযুক্তির ব্যবহারিক কার্যকারিতা প্রদর্শন করবে। কোম্পানির চীনা প্রেসিডেন্ট ইয়ু ফেং বলেন, “ডিজিটাল অর্থনীতি ও সবুজ নিম্ন-কার্বনসহ বিভিন্ন ক্ষেত্রে চীনের উন্নয়ন ভবিষ্যৎআমাদের জন্য বিশাল উন্নয়ন সুযোগ এনে দিয়েছে। কোম্পানিটি অটোমেশন, ভবিষ্যতের বিমান এবং জ্বালানি রূপান্তর তিনটি পরিষেবার উন্নয়ন প্রবণতা চীনের উচ্চমানের উন্নয়ন প্রক্রিয়াকে সংযুক্ত করে, শক্তিশালী স্থানীয় উদ্ভাবনকে আরো জোরালো করার চেষ্টা চালায়।

নতুন মানের উৎপাদন শক্তি উন্নয়ন করতে শুধু প্রযুক্তিগত উদ্ভাবনই যথেষ্ট নয়, বরং প্রশাসন ও উৎপাদন পদ্ধতির সংস্কারের ওপরও তা নির্ভর করে। সিআইআইই’র আগে, শাংহাইয়ে ফরাসী প্রতিষ্ঠান স্নাইডার ইলেকট্রিক এসএ’র একটি কারখানা ‘এন্ড-টু-এন্ড বাতিঘর কারখানা’ নাম প্রদান করা হয়। বেশ কিছু বুদ্ধিমান ও অটোমেশন রূপান্তরের মাধ্যমে কারখানার মাথাপিছু উৎপাদন কার্যকারিতা ৮২ শতাংশ উন্নিত হয়েছে। 

সিআইআইই ব্যুরো জানায়, এবার মেলার প্রযুক্তিগত সরঞ্জাম প্রদর্শনী এলাকায় একটি বিশেষ বুথ-বন্দর প্রদর্শন অঞ্চল স্থাপিত হবে। চীন (শাংহাই) অবাধ বাণিজ্য পরীক্ষামূলক এলাকার নতুন বন্দর অঞ্চল স্থাপিত হবার ৫ বছরে, ১৩৮টি ব্রেকথ্রু সিস্টেম ইনোভেশন কেস গড়ে তোলা হয় এবং মোট ৫৭০টি অগ্রাণী বৈজ্ঞানিক শিল্প প্রকল্প স্বাক্ষরিত হয়, যেগুলোর বিনিয়োগ মূল্য প্রায় ৬২০ বিলিয়ন ইউয়ান। নতুন বন্দর অঞ্চল শাংহাই অর্থনৈতিক উন্নয়নের ‘ইঞ্জিন’ ও ‘বৃদ্ধি খুঁটিতে’ পরিণত হয়েছে। 


এ ছাড়া সিআইআইই’র কারণে আরো বেশি বৈদেশিক প্রতিষ্ঠান চীনের ‘উন্মুক্তকরণ সুবিধা’ ভাগাভাগি করতে পারে। ওমরন কর্পোরেশনের (চীন) জেনারেল ম্যানেজার শ্যুই চিয়ান জানান, ডিজিটাল বুদ্ধি রূপান্তর এবং স্বাস্থ্য পুনরুদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে চীনা বাজারের সুপ্তশক্তি ও সুযোগ বিরাট। চীন সরকার ইতিবাচকভাবে আরো উঁচু মানের উন্মুক্তকরণ বাড়িয়ে বৈদেশিক প্রতিষ্ঠানের জন্য আরো বিশাল উন্নয়ন ক্ষেত্র সরবরাহ করছে। 
সূত্র: প্রেমা, চায়না মিডিয়া গ্রুপ।