NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৮, ২০২৫ | ১৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

উৎক্ষেপণ হলো চীনের শেনচৌ-১৯ মহাকাশযান


আন্তর্জাতিক: প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২৫, ০১:১৯ এএম

উৎক্ষেপণ হলো চীনের শেনচৌ-১৯ মহাকাশযান

 

চীনের শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযান গত বুধবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। এর মাধ্যমে গত শতাব্দির ৯০’র দশকে জন্মানো ২ চীনা মহাকাশচারী মিশনে গেলেন। 

স্থানীয় সময় বুধবার ভোর চারটা ২৭ মিনিটে, শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযান বহনকারী লং মার্চ-২ রকেট চিউছুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে যাত্রা করে। প্রায় দশ মিনিট পরে শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযানটি রকেট থেকে সফলভাবে পৃথক হয় এবং পূর্বনির্ধারিত কক্ষপথে প্রবেশ করে। মহাকাশযানের ৩ ক্রু ভাল অবস্থায় ছিলেন এবং উৎক্ষেপণটি সম্পূর্ণ সফল হয়েছে।


শেনচৌ-১৯ মনুষ্যবাহী মহাকাশযানের ৩ ক্রু হলেন ছাই স্যু জে, সোং লিং তোং এবং ওয়াং হাও জে। তাদের মধ্যে, সোং লিং তোং এবং ওয়াং হাও জে’র জন্ম গত শতাব্দির ৯০’র দশকে। এ ছাড়া ওয়াং হাও জে প্রথম চীনা মহাকাশ প্রকৌশলী হিসেবে মহাকাশে গেছেন।

চায়না ম্যানড স্পেস ইঞ্জিনিয়ারিং অফিসের মতে, মহাকাশযানটি কক্ষপথে প্রবেশ করার পরে পূর্বনির্ধারিত পদ্ধতি অনুসারে স্পেস স্টেশনের সাথে দ্রুত এবং স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। 


শেনচৌ-১৯ এর মহাকাশচারী শেন-চৌ ১৮’র ক্রুদের সাথে কক্ষপথে পরিক্রমণ করবেন। স্পেস স্টেশনে থাকাকালে শেনচৌ-১৯’র ক্রুরা একাধিক বহির্মুখী ক্রিয়াকলাপ পরিচালনা করবেন এবং মৌলিক মাইক্রোগ্রাভিটি পদার্থবিদ্যা, স্পেস ম্যাটেরিয়াল সায়েন্স, স্পেস লাইফ সায়েন্সসহ বিভিন্ন মিশনে কাজ করবেন। 


সূত্র:ওয়াং তান হোং রুবি, চায়না মিডিয়া গ্রুপ(সিএমিজ)।