NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

নিউইয়র্ক থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ


খবর   প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৪৭ এএম

নিউইয়র্ক থেকে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের দাবি করলো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ

। সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান বলেন  দেশের জনগণের মুখে একই কথা অবৈধ ইউনূস দেশ পরিচালনায় সম্পূর্ন ব্যর্থ! দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে।  নিত্য প্রয়োজনিয় জিনিস পত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে । শিক্ষা প্রতিষ্ঠান প্রায় সবই বন্ধ। আইন শৃংখলা চরম অবনতি ঘটেছে । মানুষের যানমালের কোন নিরাপত্তা নেই।  এমতাবস্থায়, ড. ইউনূসের পদত্যাগের মধ্য দিয়ে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে এনে শান্তি ফিরে আনার একমাত্র উপায় বলে জনগণের বিশ্বাস। তাই আমরা বিশ্বের রাজধানী নামে খ্যাত নিউইয়র্ক থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আনুষ্ঠানিক ভাবে খুনি সুদখোর ইউনূসের পদত্যাগের দাবি ঘোষণা করছি।

 দেশ বাঁচাতে "এখনই দরকার শেখ হাসিনার সরকার"   গত ১৩ অক্টোবর রবিবার নিউইয়র্কের হাইটসে ডাইভেট সিটি প্লাজায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ,  অনুষ্ঠানের বক্তব্য রাখেন,যুক্তরাষ্ট্র আওযামী লীগের সহ সভাপতি ডা:মাসুদুল হাসান,দুরুদ মিয়া রনেল,শ্রমও বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক শরীফ কামরুল আলম হিরা,নিউইযর্ক  মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান,নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী,

কেন্দ্রীয় যুবলীগের ঢাকা উত্তর সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,যুক্তরাষ্ট্রের কার্যনির্বাহী সদস্য সাহানারা রহমান,সদস্য হিল্লাল কাদির বাপ্পা,কেন্দ্রীয় যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন চঞ্চল,নিউইযর্ক মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আইয়ুব আলী,সাদেক শিবলী,মুস্তাইন বিল্লা,সাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক হায়দার, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহনাজ মমতাজ,যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সেবুল মিয়া,রহিমুজ্জামান সুমন,যুবলীগ নেতা,ছাত্রলীগ মাহামুদুল হাসান, নেতা হৃদয়।এছাড়া অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।