NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৭, ২০২৫ | ১৪ বৈশাখ ১৪৩২
ব্রেকিং নিউজ
জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ Bangladesh reaffirms commitment to fully Implement the CHT Peace Accord Kashmir Violence Conflict can be Solved Diplomatically or Needs a Retaliation Plan Against Pakistan ব্রেন স্ট্রোক পরবর্তী সময়ে সেরে ওঠার যুগান্তকারী ওষুধ আবিষ্কার নিউইয়র্কে প্রবাসীদের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মত  বিনিময় নিজেকে রাজা-বাদশাহ ভাবছেন ট্রাম্প! ‘দাগি’ দেখতে কয়েদির বেশে সিনেমা হলে শতাধিক নিশো ভক্ত Attorney General James Wins Case Against Google for Monopolies in Digital Advertising নিউইয়র্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’ সংবাদ সম্মেলন নানা অভিযোগ উত্থাপন : বাংলাদেশ রেমিট্যান্স মেলা  বয়কটের আহবান নিউইয়র্কের এস্টোরিয়ায় পুলিশের গুলিতে মানসিকভাবে অসুস্থ  এক ব্যক্তির মৃত্যু
Logo
logo

বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা বিপুল উৎসাহ-উদ্দীপনার শারদীয় দুর্গাপূজা উদযাপন


সালাহউদ্দিন আহমেদ প্রকাশিত:  ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:৫২ এএম

বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো শারদীয় দুর্গাপূজা বিপুল উৎসাহ-উদ্দীপনার শারদীয় দুর্গাপূজা উদযাপন

 

নিউইয়র্ক (ইউএনএ): বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য নিয়ে
নিউইয়র্কে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আয়োজন ‘শারদীয়
দুর্গোৎসব’ উদযাপিত হলো। এ উপলক্ষ্যে আয়োজিত পূজা
মন্ডপগুলোতে ঢাক, কাঁসর, ঘণ্টা, শঙ্খ আর উলুর ধ্বনির মাধ্যমে পূজাকর্ম
পালন করা হয়। শারদীয় উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশী হিন্দু
সম্প্রদায়ের ঘরে যেমন আনন্দ উৎসব, তেমনই পূজা মন্ডপগুলোতে নানা
ধর্ম ও বর্ণের মানুষের সমাগম ঘটে। সনাতন ধর্মাবলম্বীরা রং বে রং-এর
নতুন নতুন পোষাক পড়ে পূজা অনুষ্ঠানে যোগ দেন। ফলে
পূজামন্ডপগুলোএবং এর আশাপাশ এলাকায় ভিন্ন পরিবেশ বিরাজ করে।
প্রতিদিনের অনুষ্ঠানমালার মধ্যে ছিলো পূজা অর্চনা, আরতী, দিনভর
প্রসাদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিকে ‘শারদীয় দুর্গোৎসব’ অনুষ্ঠাগুলোতে বাংলাদেশ সোসাইটির
আসন্ন নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতাকারী ‘সেলিম-আলী’ ও ‘রুহুল-
জাহিদ’ প্যানেলের প্রার্থীরা যোগ দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে
শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নির্বাচনী প্রচারণায় অংশ নেন। এসময়
তারা দোায়া কামনার পাশাপাশি ভোট প্রার্থনাও করেন। খবর ইউএনএ’র।
বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে শারদীয় দুর্গাপূজা
এদিকে নিউইয়র্কের সনাতনী হিন্দু সম্প্রদায়ের উৎসাহ উদ্দীপনায়
বিশ্বখ্যাত টাইমস স্কয়ারে প্রথমবারের মতো উদযাপিত হলো শারদীয়
দুর্গাপূজা। ফলে ভিন্ন রূপ নিয়েছিল টাইমস স্কয়ার (৪৫ ও ৪৬ স্ট্রিটের
মাঝে ব্রডওয়ের ওপর)। এ অনুষ্ঠানের আয়োজক সংগঠন ছিল বেঙ্গলী ক্লাব
ইউএসএ ও হিন্দু কমিউনিটি অব নিউইয়র্ক। গত ৫ ও ৬ অক্টোবর
যথাক্রমে শনি ও রোববার টাইমস স্কয়ারে দুর্গাপূজা, নবরাত্রি/দুসেরা
উদযাপন করা হয়। টাইমস স্কয়ারে দু’দিনই মন্ডপ খোলা ছিল সকাল ১০টা
থেকে রাত ১০টা পর্যন্ত। শত শত প্রবাসী সপরিবারে এই অনুষ্ঠানে
যোগ দেন।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিতাংশু গুহ। অনুষ্ঠানে
দুর্গোৎসবে দশ বিশিষ্ট প্রবাসী বাঙালীকে বিশেষ সম্মাণনা
সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন ড. কালী প্রসাদ চৌধুরী, সুশীল
সাহা, স্বপন চ্যাটার্জি, রথীন্দ্রনাথ রায়, রতন তালুকদার, কুমার
বিশ্বজিত, ড. দেবাশীষ মৃধা, প্রবীর রয়, তাজুল ইমাম ও মনোরঞ্জন
চক্রবর্তী (মরণোত্তর)। অনুষ্ঠানের প্রধান স্পন্সর আশা হোম কেয়ার

সার্ভিস-এর কর্ণধার আকাশ রহমান ও এশা রহমান বলেন, আগামীতে
এমন পূজায় তারা সবসময় পাশে থাকবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার ও দীনেশ মজুমদার।
টাইমস স্কয়ারের দুর্গাপূজা সকালে তিথি মেনে পূজা হয়, অঞ্জলী চলে
দুপুর পর্যন্ত। প্রসাদ বিতরণ, খিচুড়ি/লাবড়া সবই ছিলো। অনুষ্ঠানের
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ছাড়াও কলকাতা ও প্রবাসের শিল্পীরা
সঙ্গীত পরিবেশন করেন। ছিলো দীপ চ্যাটার্জি’র লাইভ কনসার্ট।
নিউইয়র্কেওর অনুপ দাশ ড্যান্স একাডেমির শিল্পীরা নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শারমিনা সিরাজ।
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে
সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ইউএসএ ৮ অক্টোবর মঙ্গলবার থেকে ১২
অক্টোবর শনিবার পর্যন্ত পূজা অনুষ্ঠানের আয়োজন করে। উডসাইডের
দিব্যধাম সেবাশ্রম মন্দিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত কর্মকান্ড চলে।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো বিজয়া দশমীতে ‘মহিলাদের সিদুঁর
খেলা’। এই আয়োজনের উল্লেখযোগ্য কর্মকতা ছিলেন চেয়ারম্যান
শ্রী প্রবীর কুমার রায়, সভাপতি প্রভাষ চন্দ রায়, মেম্বার সেক্রেটারী স্বপন
ধর, সাধারণ সম্পাদক বিজয় বিশ্বাস, পূজা কমিটির আহŸায়ক
ইঞ্জিনিয়ার প্রবীর বিশ্বাস ও সদস্য সচিব নারায়ন দেবনাথ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নিউইয়র্ক: শারদীয় দুর্গাপূজা
উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নিউইয়র্ক উডসাইডের
গুলশানট্যারেসে অনুষ্ঠানের আয়োজন করে। ৯ অক্টোবর বুবার থেকে ১২
অক্টোবর শনিবার পর্যন্ত এসব অনুষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে
শুরু হয় পূজা পর্ব। অনুষ্ঠানমালা চলে রাত ১১টা পর্যন্ত। এবারের পূজা
সফল করায় পরিষদের সভাপতি বিকাশ সরকার ও সাধারণ সম্পাদক নিত্যন্দন
রায় সংশ্লিস্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে
বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক গত ১২ ও ১৩ অক্টোবর
ফ্রেসমেডোর গুজরাটি সমাজ হলে অনুষ্ঠানের আয়োজন করে। পূজা পর্ব
ছাড়াও অনুষ্ঠানমালার মধ্যে বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ছিলো
অঞ্জলী, বেলা ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত প্রসাদ বিতরণ এবং
সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের পূজা সফল করায় সংশ্লিস্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান
সমিতির সভাপতি রনজিৎ পরকায়স্ত বিজু ও সাধারণ সম্পাদক বিপ্লব কে
পাল।

ওম শক্তি মন্দির: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ওম শক্তি মন্দির ৮ অক্টোবর
মঙ্গলবার থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত মন্দির প্রাঙ্গনে পূজা
অনুষ্ঠানের আয়োজন করে। পূজা অর্চনা ছাড়াও উল্লেখযোগ্য
কর্মকান্ডের মধ্যে ছিলো: দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
পূষ্পাঞ্জলী, বেলা আড়াইটা থেকে রাত ১১টা পর্যন্ত মহাপ্রসাদ, সন্ধ্যা
৭টায় আরতি এবং রাত ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত
সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পূজা সফল করায় মন্দির কমিটির
সভাপতি গৌরাঙ্গ রায় ও সাধারণ সম্পাদক স্বরূপ সাহা সবার প্রতি
কৃতজ্ঞতা জানিয়েছেন।
শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ: শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রীকৃষ্ণ ভক্ত
সংঘ ইউএসএ সংগঠনের কার্যালয়ে ৮ অক্টোবর মঙ্গলবার থেকে ১২
অক্টোবর শনিবার পর্যন্ত পূজা অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবারের
কর্মসূচীর মধ্যে ছিলো দুর্গাষষ্ঠী, বুধবার ছিলো সপ্তমী,
বৃহস্পতিবার ছিলো মহাষ্টমী ও সন্ধি পূজা, শুক্রবার ছিলো মহানবমী আর
শনিবারের কর্মসূচী ছিলো দশমী।
এছাড়াও হরিচাঁদ গুরুচাঁদ আন্তর্জাতিক মতুয়া মিশন শারদীয়
দুর্গাপূজা উপলক্ষ্যে ৮ অক্টোবর মঙ্গলবার থেকে ১২ অক্টোবর শনিবার পর্যন্ত
সাউথ রিচমন্ড হীলের শ্রী শ্রী হরি মন্দিরে অনুষ্ঠানমালার আয়োজন করে।
অপরদিকে হিন্দু মিলন মেলা নিউইয়র্ক, উডসাইডের কুইন্স প্যালেসে
সার্বজনীন দুর্গোৎসবের আয়োজন করে। ১২ অক্টোবর শনিবার থেকে
১৪ অক্টোবর সোমবার পর্যন্ত এখানে পূজা অনুষ্ঠান চলে। কর্মসূচীর
মধ্যে ছিলো: মহাষষ্টী ও মহাসপ্তমী, মহা অষ্টমী এবং মহানবমী ও বিজয়া
দশমী। এই অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ ও ভারতের শিল্পী ছাড়াও
প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। প্রতিদিন সকাল
১০টা থেকে রাত ১১টা পর্যন্ত অনুষ্ঠানমালা চলে। এই আয়োজনের
উল্লেখযোগ্য কর্মকতা ছিলেন চেয়ারম্যান ডা. আশোক সাহা, প্রধান
উপদেষ্ঠা গোপাল সাহা, সভাপতি আর পি দত্ত স্বপন, আহŸায়ক রঞ্জিত দেব,
যুগ্ম আহŸায়ক ভবতোষ মিত্র, প্রধান সমন্বয়কারী সুমিতা বিশ্বাস,
সাধারণ সম্পাদক রূপক নন্দী ও সদস্য সচিব অসীম চন্দ্র দাস।